ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাবুল আক্তারের পদত্যাগপত্র মন্ত্রণালয়ে

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ আগস্ট ২০১৬

বাবুল আক্তারের  পদত্যাগপত্র  মন্ত্রণালয়ে

বিডিনিউজ ॥ স্ত্রী হত্যার ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে বলে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন। রবিবার রাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনকে তিনি বলেন, পুলিশ সদরদফতর থেকে যে ফাইলটি আমাদের কাছে এসেছে, তাতে বাবুল আক্তারের নিজের হাতে লেখা পদত্যাগপত্র রয়েছে। বিষয়টি আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। শীঘ্রই আমরা সিদ্ধান্ত নেব। পদোন্নতি পেয়ে এসপি হয়ে বাবুল আক্তার চট্টগ্রাম থেকে ঢাকায় পুলিশ সদরদফতরে বদলি হয়ে আসার কয়েকদিনের মধ্যে গত ৫ জুন সকালে বন্দরনগরীর ও আর নিজাম রোডে খুন হন তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু। শুরুতে জঙ্গীদের সন্দেহ করা হলেও মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এটা ছিল দুর্বৃত্তদের হামলা। গত ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রীতে শ্বশুরবাড়ি থেকে বাবুলকে তুলে আনে পুলিশ। প্রায় ১৪ ঘণ্টা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে বাসায় পৌঁছে দেয়া হয়। এরপর থেকে প্রায় দেড় মাস বাবুল অফিসে যাননি। এরপর গত ৩ আগস্ট বাবুল পুলিশ সদরদফতরে গেলেও তিনি কাজে যোগ দেননি বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
×