ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্যাচেলরদের বালিশ নিয়ে রাস্তায় প্রতীকী অবস্থান

প্রকাশিত: ০৮:২৩, ১২ আগস্ট ২০১৬

ব্যাচেলরদের বালিশ নিয়ে রাস্তায় প্রতীকী অবস্থান

স্টাফ রিপোর্টার ॥ ব্যাচেলরদের কাছে বাড়ি ভাড়া না দেয়ার প্রতিবাদে রাস্তায় বালিশ নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছে একদল অবিবাহিত নারী-পুরুষ। বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভাড়াটিয়া পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। এসময় সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার অবিবাহিতদের বাড়ি ভাড়ায় ঝামেলা নিরসনসহ চার দফা দাবি আদায়ে আগামী ২৩ আগস্ট বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচী ঘোষণা দেন। দাবিগুলো হলো- শহরে বসবাসরত ব্যাচেলর ভাড়াটিয়াদের আবাসন নিশ্চিত করা, সরকারীভাবে আবাসনের ব্যবস্থা করা, ব্যাচেলরদের হয়রানি এবং বাড়ির মালিকদের ভাড়া বাড়িয়ে অর্থনৈতিক নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করা। এসময় প্রায় অর্ধশত পুরুষ এবং সাতজন অবিবাহিত নারী কর্মসূচীতে অংশ নেন। তাদের অনেকের হাতে নতুন বালিশ দেখা যায়। এসময় অনেকেই ‘বউ না থাকলে ভাড়া হবে না, এটা আমরা মানি না’, ‘ভাড়াটিয়ার খুব সমস্যা, চোখে দেখি ঝাপসা ঝাপসা’, ‘জঙ্গীদের ভাড়া দেবে না, আমরা জঙ্গী না’ এমন পেস্টার বহন করতে দেখা গেছে।
×