ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট বন্ধ

কাওড়াকান্দিতে যানবাহনের প্রচণ্ড চাপ

প্রকাশিত: ০৪:৩১, ১০ আগস্ট ২০১৬

কাওড়াকান্দিতে যানবাহনের  প্রচণ্ড চাপ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৯ আগস্ট ॥ পাটুরিয়া-দৌলতদিয়া ২টি ফেরিঘাট এখনও বন্ধ থাকায় কাওড়াকান্দি ঘাটে যানবাহনের প্রচ- চাপ। পাশাপাশি পদ্মা নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় ও দ্রুত পানি কমে নাব্য সঙ্কট দেখা দিয়েছে। ফলে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে যানবাহনের বাড়তি চাপে কাওড়াকান্দি ঘাটে আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বন্যার পানি কমে পদ্মায় নাব্য সঙ্কট প্রকট আকার ধারণ করছে। শিবচর হাজরা টার্নিং পয়েন্টে ব্যাপক নাব্য সঙ্কট দেখা দেয়ায় এ রুটের চলমান ফেরিগুলো ধারণ ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে পারাপার হচ্ছে। এ রুটে ৮৭ লঞ্চ ও ১৩ ফেরি এবং দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। আগে যেখানে এক ঘণ্টা সময় লাগতো সেখানে মঙ্গলবার তীব্র স্রোতের কারণে প্রায় ২ ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে। কাওড়াকান্দি ঘাটের ২নং ফেরিঘাট গত ১৫ দিন ধরে বিকল পড়ে রয়েছে। তীব্র স্রোতের কারণে রো-রো ফেরিঘাট মাঝে মধ্যেই তীব্র স্রোতে ভেঙ্গে যাচ্ছে। পরে মেরামত করে আবার চালু হলেও পারাপারে অধিক সময় ব্যয় হচ্ছে। মঙ্গলবার দুপুর নাগাদ ১টি ঘাট চালু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন চলাচলে অচলাবস্থা কাটেনি। এ কারণে কাওড়াকান্দি নৌরুটে যানবাহনের চাপ বেড়ে গেছে। এছাড়া মূল পদ্মার মুখে হাজরা টার্নিং পয়েন্টে নাব্য সঙ্কট সৃষ্টি হয়েছে। এ কারণে ফেরিগুলো পুরোপুরি লোড করে চলাচল করতে পারছে না। পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙ্গন রাক্ষুসী রূপ নিয়েছে।
×