ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হ্যাকিং ঝুঁকিতে ৯০ কোটি এ্যান্ড্রয়েড

প্রকাশিত: ০৫:২৮, ৯ আগস্ট ২০১৬

হ্যাকিং ঝুঁকিতে ৯০ কোটি এ্যান্ড্রয়েড

বিশ্বের ৯০ কোটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে। খবরে বলা হয়েছে, হ্যাকাররা অতি সহজে অন্তত ৯০ কোটি এ্যান্ড্রয়েড ভার্সনের মোবাইলে প্রবেশ করে এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে। এভাবে হ্যাকারদের হাতে চলে যেতে পারে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ সব তথ্য। শুধু তাই নয়, মাত্র ছোট্ট একটি ম্যালাওয়ার ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা ফোনের যাবতীয় নথি দেখা থেকে শুরু করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, ভয়েস রেকর্ড, জিপিএস ট্র্যাকসহ অন্যান্য কাজ করতে পারে। তাই যে কোন সফটওয়্যার ডাউনলোডের আগে এর কমান্ডগুলো ভালমতো পড়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সফটওয়্যার নিরাপত্তা সংস্থা চেক পয়েন্টের গবেষকরা জানিয়েছেন, কোয়ালকম প্রসেসরে বেশকিছু গলদ রয়েছে যার জন্য কোন হ্যাকার চাইলে এটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। বিশ্বের অন্তত ৯০ কোটি মোবাইলে কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়। তবে এ বিষয়ে কোয়ালকম কর্তৃপক্ষ আপাতত কোন মন্তব্য করেনি। যেসব মোবাইল বেশি ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো: ব্লাকবেরি প্রিভ এবং ডেক-৫০, ব্লাকফোন-১ ও ব্লাক ফোন ২, গুগল নেক্সাস ৫ এক্স, নেক্সাস ৬ ও নেক্সাস ৬পি, এইচটিসি-১, এইচটিসি-এম ৯, ও এইচটিসি-১০, এলজি জি-৪, জি-৫, ও এলজি ভি-১০, নিউ মটো এক্স, ওয়ান প্লাস-১, ওয়ান প্লাস-২ ও ওয়ান প্লাস-৩, স্যামসাং গ্যালাক্সি এস-৭, ও স্যামসাং এস-৭ ইজয়ের যুক্তরাষ্ট্র ভার্সন এবং সনি এক্সপেরিয়া জেড আলট্রা। বিবিসি অবলম্বনে।
×