ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পক

মেংজু চীনকে প্রথম স্বর্ণ এনে দিলেন

প্রকাশিত: ০৮:৩১, ৮ আগস্ট ২০১৬

মেংজু চীনকে প্রথম স্বর্ণ এনে দিলেন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দিনে কোন ইভেন্ট থেকেই স্বর্ণ জিততে পারেনি চীন। শেষপর্যন্ত রিও অলিম্পিকে দ্বিতীয় দিনে স্বর্ণপদক পায়। সেই স্বর্ণটি এনে দেন প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেয়া জাং মেংজু। মহিলাদের শূটিং ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণটি জেতেন মেংজু। এ স্বর্ণটি পেতে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে মেংজুকে। ২৫ বছর বয়সী এ শূটার ২০ শটে ১৯৯.৪ পয়েন্ট নিয়ে অবশেষে স্বর্ণ জিতেন। তার প্রতিদ্বন্দ্বী ১৯ বছর বয়সী রাশিয়ার ভিতালিয়ান বাতসারাশকিনা ১৯৭.১ পয়েন্ট নিয়ে রুপা জিতেন। গ্রিসের আনা কোরাকাকি তামা জিতে নেন। শূটিংয়ে গ্রিসের প্রথম কোন মহিলা শূটার কোন পদক জিতেন। স্বর্ণ জেতার পর মেংজু বলেন, ‘ফাইনালে একটু নার্ভাস ছিলাম। কারণ, বাছাইয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি।’ শেষপর্যন্ত স্বর্ণ তো জেতা হলো। তাই খুশি মেংজু, ‘অনেক আনন্দ লাগছে। বলে বোঝানো যাবে না।’ আনন্দ তো হবেই। চীনকে যে এবার রিও অলিম্পিকে প্রথম স্বর্ণটি তিনিই এনে দিলেন। রিও অলিম্পিকে প্রথমদিনে চারটি পদক জিতেছে চীন। একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতে। কিন্তু কোন স্বর্ণ ছিল না। দ্বিতীয় দিন মেংজু চীনকে স্বর্ণ এনে দেন। তাতে চীনের যে স্বর্ণের খরা প্রথমদিনে ছিল, তা দ্বিতীয় দিনেই দূর হয়ে যায়।
×