ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ

জঙ্গী দমনে দৃপ্ত শপথ

প্রকাশিত: ০৪:২৪, ৫ আগস্ট ২০১৬

জঙ্গী দমনে দৃপ্ত শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী দমনে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ হয়েছে। এতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এ সময় সবাই জঙ্গীবাদের বিরুদ্ধে দৃপ্ত শপথ গ্রহণ করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার শপথ নিল রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের জঙ্গীবাদের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী সকলেই এক কাতারে দাঁড়িয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করে দৃপ্ত শপথ গ্রহণ করেন। রাজশাহী নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীতের পর শিক্ষার্থীদের জঙ্গীবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে শপথের আয়োজন করা হয়। এদিকে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সভা ও মানববন্ধন করেছে মহানগর শ্রমিক লীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অন্যদের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার ফোরামের সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক কামরুল আলম চৌধুরী, রাকাব কর্মচারী সংসদের সভাপতি রবিউজ্জামন রবি, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, মিশুক সিএনজি শ্রমিক লীগের সভাপতি ইনসান আলী শাহিন, সাধারণ সম্পাদক মসিউর রহমান সুজন, সিটি ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আাশরাফ আলী, সাধারণ সম্পাদক ঠা-ু আলী, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বরিশাল ॥ শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকালে পৃথক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা এগারোটায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন আইডিইবি’র সভাপতি একেএম হামিদ। একই সময় বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে ছাত্রমৈত্রীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএম কলেজ শাখা ছাত্রমৈত্রীর সভাপতি ইমরান নুর নিরব। একইদিন গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে উপজেলা চত্বরের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে কলেজ অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন প্রমুখ। সিলেট ॥ গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রী কলেজের উদ্যোগে জঙ্গী বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিনের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্থানীয় সালুটিকর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাকির উদ্দিন। নীলফামারী ॥ জঙ্গী ও সন্ত্রাসবাদ এবং নাশকতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে নীলফামারীর ডোমার উপজেলায় র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডোমার বাজার বাটার মোড় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গ্রাম পুলিশের অংশগ্রহণে শহরে গণমিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য খালেদা জিয়া অনুপযুক্ত। তথ্যমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়দের সঙ্গে জঙ্গীবাদ বিরোধী এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এক সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা উপস্থিত ছিলেন। ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলা শ্রমিক লীগের উদ্যোগে জঙ্গীবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচী চলাকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির শ্রমিক নেতা হারুন অর রশিদ ও মৎস্যজীবী সমিতির সভাপতি অব্দুল বারেক সিকদার বক্তব্য রাখেন। মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানের বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গীবাদ ও সন্ত্রাস, সাম্প্রদায়িকতা বিরোধী মৌন মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার তিন রাস্তার মোড় এলাকায় একযুগে এ কর্মসূচী পালন করে। অনুষ্ঠানে রশুনিয়া ইউনিয়ন পরিষদ, রশুনিয়া ইউনিয়ন আলেম- ওলামা সমাজ, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় ও রশুনিয়া ইউনিয়নবাসীসহ ইউনিয়নের সকল শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মধুপুরের জলছত্র কিন্ডারগার্টেন এ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীরা জঙ্গীবিরোধী মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে কর্মসূচীতে বক্তব্য রাখেন জুলহাস উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা আব্দুর রহিম, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক মাসুদ আজাদ, জাবেদ আলী, রাজু আহমেদ ও মিজানুর রহমান। ভোলা ॥ মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের উকিলপাড়া টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান । স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার দুপুরে প্রায় ৫৪ হাজার মানুষের অংশগ্রহণে জঙ্গীবাদবিরোধী স্মরণকালের বৃহত্তম মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান অতিথি আখম জাহাঙ্গীর হোসাইন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী প্রমুখ। বাউফল ॥ বাউফল উপজেলার ৬১ টি মাধ্যমিক বিদ্যালয়, ১১ টি কলেজ ও ৬৮ টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।
×