ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সালমানের বাড়ির সামনে গুলি, কারাগারে আসামির মৃত্যু

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২ মে ২০২৪

সালমানের বাড়ির সামনে গুলি, কারাগারে আসামির মৃত্যু

সালমান খান

সালমান খানের বাড়ির সামনে যারা গুলি চালিয়েছিল, তাদের অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয় অনুজ থাপন নামের পাঞ্জাবের এক ব্যক্তি। মামলায় গ্রেপ্তারকৃত এ আসামি কারাগারে মারা গেছেন। এনডিটিভি জানিয়েছে, কারাগারে অনুজ থাপনের মৃত্যুর ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে মুম্বাই পুলিশ। ঘটনাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনুজ থাপনসহ পাঁচজনকে একই সেলে রাখা হয়েছিল।

বুধবার বেলা ১১টার দিকে তিনি টয়লেটে যান। দীর্ঘ সময় না ফেরায় কারারক্ষীরা দরজা ভেঙে অনুজকে বিছানার চাদর দিয়ে ঝোলানো অবস্থায় দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। তার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কারারক্ষীদের কোনো অবহেলা ছিল কিনা তা তদন্ত করে দেখছে সিআইডি। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, অনুজ থাপন যেখানে ছিলেন, সেখানে পাঁচ পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।

×