ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান হবে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৪:২২, ৫ আগস্ট ২০১৬

ডিসেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান হবে ॥  সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার, দুর্গত এলাকায় নোঙ্গরখানাও খোলা হবে। বৃহস্পতিবার পদ্মা তীরের লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। ত্রাণ বিতরণ শেষে পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে। সে অনুযায়ী চীনে তৈরি সুপার স্ট্রাকচার এখন মাওয়ার পথে। সেতুর ২৪ পাইল পদ্মায় স্থাপন হয়ে গেছে। এ পর্যন্ত সেতুর অগ্রগতি ৩৭ শতাংশ। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণকালে আরও বক্তব্য রাখেনÑ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক ডাঃ বদিউজ্জামান ডাবলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ। এতে সরকারের ত্রাণ তৎপরতা তুলে ধরেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
×