ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘোড়ামারা আজিজসহ ৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ

প্রকাশিত: ০৫:৪৫, ৩ আগস্ট ২০১৬

ঘোড়ামারা আজিজসহ ৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ পলাতক ৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন আরও তিন আসামির বিরুদ্ধে শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেছেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল তা গ্রহণ করেছেন। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনে ছিলেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা, প্রসিকিউটর শেখ মোশফেক কবির ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম। এর আগে গত ১৬ জুনে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি শেষ হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের ঘোড়ামারা আজিজ ছাড়া একই মামলার অন্য পাঁচ আসামি হচ্ছেন- মোঃ রুহুল আমিন ওরফে মঞ্জু, মোঃ আবদুল লতিফ, আবু মুসলেম মোঃ আলী, মোঃ নাজমুল হুদা ও মোঃ আব্দুর রহিম মিয়া। গত বছরের ২৩ নবেম্বর রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে ২৬ নবেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অভিযুক্ত এসব আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী ৩ ধরনের অভিযোগ আনা হয়েছে। শ্যোন এ্যারেস্ট ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন আরও তিন আসামির বিরুদ্ধে শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। আর ট্রাইব্যুনাল তা গ্রহণ করেছেন। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেন।
×