ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;সাক্ষী নুরুল ইসলামের জবানবন্দী

রাজাকারদের সহায়তায় পাক সৈন্যরা ৩৫ জনকে গুলিতে হত্যা করে

প্রকাশিত: ০৬:০৮, ২২ জুন ২০১৬

রাজাকারদের সহায়তায় পাক সৈন্যরা ৩৫ জনকে গুলিতে হত্যা করে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শরীয়তপুরের সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলভী ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী নুরুল ইসলাম সরদার ট্রাইব্যুনালে জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন, রাজাকারদের সহায়তায় পাকিস্তানী সৈন্যরা শরীয়তপুরের দক্ষিণ মধ্যপাড়ায় সম্ভুনাথ কর্মকারসহ ৩৫ জনকে গুলি করে হত্যা করে। জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পলাতক হবিগঞ্জের লাখাই উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর (সাবেক জেলা জজ) হƒষিকেশ সাহা, প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি, প্রসিকিউটর সুলতান মুহাম্মদ সিমন ও প্রসিকিউটর রানা দাশগুপ্ত। প্রসিকিউশনের সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমার নাম নুরুল ইসলাম সরদার। আমার বর্তমান বয়স আনুমানিক ৬৯ বছর। আমার ঠিকানা গ্রাম- কাশাভোগ, থানা- পালং, জেলা- শরীয়তপুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল আনুমানিক ২৩-২৪ বছর। তখন আঙ্গারিয়া বাজারে চা-রুটির দোকান ছিল। ১৯৭১ সালের ২২ মে বিকেল আনুমানিক তিনটা-সাড়ে তিনটার দিকে আমি আমার দোকানে ছিলাম। ওই সময় আমি দেখতে পাই একটি লঞ্চ আঙ্গারিয়া বাজারের ঘাটে এসে থামে। লঞ্চ থেকে ১৫০-২০০ পাকিস্তানী সৈন্য নামে। তখন রাজাকার সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদার তাদের সংবর্ধনা জানায়। পাকিস্তান আর্মিরা মাদারীপুর থেকে আঙ্গারিয়া বাজারের দিকে আসছে। কিছুক্ষণ পর দেখতে পাই একটি লঞ্চে করে পাকিস্তান আর্মিরা আঙ্গারিয়া বাজার লঞ্চঘাটে আসে। সাক্ষী বলেন, তখন আমি ও আমার বন্ধু পাকিস্তান আর্মিদের অনুসরণ করতে থাকি। এ সময় আসামি সোলায়মান মোল্লা ও ইদ্রিস সরদার পাকিস্তান আর্মিদের দেখিয়ে বলে ওই ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা। তখন আর্মিরা আব্দুস সামাদকে গুলি করে হত্যা করে। এরপর সম্ভুনাথকে দেখিয়ে বলে ওসকে মালাউন হে। তখন পাকি আর্মিরা সম্ভুনাথকে গুলি করে হত্যা করে। একই দিনে গ্রামের প্রায় ৩৫ জন হিন্দুকে গুলি করে হত্যা করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি ॥ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক হবিগঞ্জের লাখাই উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ আগস্ট পুনঃনির্ধারণ করেছে আদালত।
×