ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কলেজছাত্র হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি

প্রকাশিত: ০৭:২৩, ১৬ জুন ২০১৬

কলেজছাত্র হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এক কলেজ ছাত্রকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দ-প্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামিরা হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মোঃ রিয়াজ উদ্দিন ওরফে ময়নালের ছেলে মোঃ পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ অমিত হাসান (২১)। গাজীপুর আদালতের পিপি এ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মোঃ নূরুল ইসলাম নবীর কলেজ পড়ুয়া ছেলে মাসুদকে (২০) বাড়িতে একা রেখে তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। বাবা-মার অনুপস্থিতিতে ওই রাতে মাসুদ তার দুই বন্ধু মোঃ পারভেজ ও অমিত হাসানের সঙ্গে বাড়িতে বসে তাস খেলে টাকা হেরে যায়। হেরে যাওয়া টাকা ফেরত না দেয়ায় মোঃ পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে মাসুদকে উপর্যুপরি আঘাত করে। এতে মাসুদ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর মাসুদ মারা যায়। চাষাঢ়ায় আ’লীগ অফিসে বোমা হামলার ১৫ বছর আজ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ জুন ॥ চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৫ বছর পূর্তি বৃহস্পতিবার। এ বোমা হামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনার বিচার আজও শেষ হয়নি। দীর্ঘ দিনেও নৃশংস এ হত্যাকা-ের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা। স্বজন হারানো কান্না আজও থামেনি। ভোলেনি সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা। আহতরা প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে অর্থকষ্টে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের বিশেষ শাখা (সিআইডি) দীর্ঘ ১৩ বছর পর ২০১৩ সালের ২ মে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্লাহ জুয়েল, মুফতি হান্নানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে। বন্দোবস্ত পেয়েও ভিটেছাড়া ছমির মল্লিক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ জুন ॥ ভূমিহীন ছমির মল্লিকের স্বপ্ন ধূলিসাত হয়ে যাচ্ছে প্রভাবশালী মহলের কারণে। তাকে বন্দোবস্ত দেয়া খাসজমির ওপর নজর পড়েছে ওই মহলটির। ভূমি বন্দোবস্ত পেয়ে বৃদ্ধ ছমির মল্লিক একখানা ঘর তুলেছিলেন, তাও প্রভাবশালী ওই মহলটি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। বর্তমানে জমির জন্য বৃদ্ধ মানুষটি প্রতিকার চাইতে ঘুরছেন দ্বারে দ্বারে। বুধবার কলাপাড়া প্রেসক্লাবে এসে ছমির মল্লিক তার এ দুর্দশার কথা বলে কান্না জুড়ে দেন। এখন ভূমি বন্দোবস্তের দলিলসহ কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ছমির মল্লিক জানান, তিনি লতাচাপলী মৌজার গোড়া আমখোলা গ্রামের ১১৭৪/৬ ও ১২২৮ নম্বর দাগ থেকে দেড় একর কৃষি খাসজমি বন্দোবস্ত পেয়েছেন, যার বন্দোবস্ত কেস নম্বর ৩১৪কে/৮৯-৯০। দলিল নম্বর ৬৯৭৭, তারিখ-২৩ জানুয়ারি ২০১১। হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ জুন ॥ দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্টঅফিস মোড়ে জেলা মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ এ কর্মসূচীর আয়োজন করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা মানবাধিকার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেনÑ মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, এনএম শাহজালাল, শিবুপদ বিশ্বাস, অধ্যাপক আব্দুস সালাম, হাফিজুর রহমান প্রমুখ। এদিকে নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বুধবার সকালে শিবচর বাজারের ৭১ নম্বর সড়কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ শিবচর শাখার আয়োজনে কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির শিবচর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদ্যুৎ কুমার সরকারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেনÑ শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামুদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিম-লীর সদস্য দুলাল রায়, সাধারণ সম্পাদক শংকর ঘোষ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রাহা প্রমুখ। যশোরে যুবলীগ নেতা আটক ॥ প্রতিবাদে অবরোধ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা যুবলীগের সদস্য ও পরিবহন শ্রমিক নেতা মুনসুর আলমকে আটক করেছে সাদা পোশাকধারী একদল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে তাকে আটক করা হয়। কিন্তু মুনসুরকে কারা আটক করেছে মঙ্গলবার রাতভর তা জানা যায়নি। বুধবার সকালে জানা যায়, তাকে ঢাকার গোয়েন্দা পুলিশ আটক করেছে। তার স্বজনরা এটি নিশ্চিত করেছেন। এর আগে মুনসুর আলমের আটকের খবরে মঙ্গলবার রাতে উপশহরের খাজুরা বাসস্ট্যান্ডে যানবাহন আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করে রাখে জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতাকর্মীরা। একইভাবে মণিহার এলাকাতেও সড়ক অবরোধ করে রাখা হয়। তার মুক্তি দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতি। পল্লীবিদ্যুত সমিতির দুর্নীতিবিরোধী র‌্যালি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পল্লী বিদ্যুত সমিতিতে দুর্নীতিবিরোধী পক্ষ পালন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুর্নীতিবিরোধী র‌্যালি ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির সদর দফতর প্রাঙ্গণে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশ, ডিজিএম (কারিগরি) প্রকৌশলী হারুন অর রশীদ, সমিতির সভাপতি আল আমিন ভূঁইয়াসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অসীম কুমার দাশ র‌্যালি শেষে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্ব নিয়ে গ্রাহকসেবার দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সমিতিতে বহিরাগত কোন দালাল শ্রেণীর মাধ্যমে যাতে গ্রাহক ভোগান্তির শিকার না হয় সেজন্য সকলকে আরও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ জুন ॥ ২০ রমজানের মধ্যে শ্রমিকদের জুন মাসের বেতন ওভারটাইম ও পূর্ণবোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট বিসিক আঞ্চলিক শাখার উদ্যোগে বুধবার দুপুরে পঞ্চবটি বিসিকের ২নং গলিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট বিসিক শাখার সভাপতি নূর হোসেন সর্দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহসভাপতি সাইফুল ইসলাম শরীফ, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাঈদুর, কার্যকরী সদস্য মুসলিম। ঈদে দুর্ভোগ লাঘবে ১০ হাজার স্কাউট মোতায়েন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জুন ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের ওপর দাঁড়িয়েই আমরা বাস্তবতার নিরিখে রাজনীতি করে যাচ্ছি। এটা একটা রাজনৈতিক ঐক্য সময়ের প্রয়োজনে বাস্তবতার নিরিখে করা হয়েছে। সম্প্রতি জাসদ নেতা হাসানুল হক ইনু সম্পর্কে দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের এক মন্তব্যের কথা উল্লেখ করতে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, এটা নিয়ে কে কী বলল অথবা সৈয়দ আশরাফুল ইসলাম কী বলেছেন- এগুলো সম্পূর্ণই তাদের নিজস্ব মন্তব্য। আসন্ন ঈদে বাড়িফেরা মানুষের দুর্ভোগ লাঘবে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার যানজট এড়াতে পুলিশের পাশাপাশি সারাদেশে ১০ হাজার রোভার স্কাউটের সদস্য মোতায়েন করা হবে। এছাড়া শিশু, বৃদ্ধ এবং নারীদের কথা চিন্তা করে এবার ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা করা হবে। মাদ্রাসা সুপারের বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর উপজেলার ভালুকাচাদপুর গ্রামের মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ১৯ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ এক লাখ ৩০ হাজার টাকা ও ছয়টি মোবাইল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে সদর উপজেলার ভালুকাচাদপুর গ্রামের মুহাসিনুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ উত্তর ইসলাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জুয়েল (২৮) নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মুন্সীগঞ্জের সিপাহী পাড়া এলাকার সোহরাবের ছেলে। সাভারে দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জুন ॥ সাভারের দুর্ধর্ষ সন্ত্রাসী আল আমিন গ্রুপের সেকেন্ড ইন-কমান্ড ও ৪ জুন ইউপি নির্বাচনের দিন খ্রীস্টান সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে অর্ধশত ব্যক্তিকে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ। বিডিআরের চাকরিচ্যুত সদস্য ইউনুসের বিরুদ্ধে এলাকায় নিরীহ মানুষের জমি দখল, খ্রীস্টান সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। অবশেষে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
×