ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ জুন ২০১৬

এ কেমন শত্রুতা!

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামে মৎস্য চাষী আব্দুস সামাদের লিজ নেয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আট লাখ টাকার বিভিন্ন জাতের মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার মৎস্য চাষী আব্দুস সামাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পূর্ব শক্রতার জের ধরে একই গ্রামের আব্দুল মামুদের পুত্র নজরুল ইসলাম রাতে এ ঘটনা ঘটিয়েছে। হাত ধোয়ার উপকরণ বিতরণ সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৩ জুন ॥ লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ডব্লিওএসইউপির সহযোগিতা ও অপকা লক্ষ্মীপুরের আয়োজনে সাউথ এশিয়ান ওয়াশ রেজাল্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম। সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, হুমকি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় ভূমিদস্যুরা এক সংখ্যালঘু পরিবারের প্রায় ১৮ শতাংশ জমি জবরদখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেয়ায় সংখ্যালঘু পরিবারকে হত্যার হুমকি প্রদান করা হয়। সোমবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় ঘটে এ ঘটনা। সংখ্যালঘু অর্চনা রানী জানান, তারা পৈত্রিক সূত্রে মালিক হয়ে প্রায় ৪০ বছর ধরে ১৮ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। ওই জমিতে তারা বিভিন্ন ধরনের ফসল ফলাতেন। একই এলাকার প্রতিপক্ষ নিবাস চন্দ্র দাস, অতুল চন্দ্র দাস, মিলন চন্দ্র দাস, কিরণ চন্দ্র দাস ভাড়াটে সন্তাসী দিয়ে তাদের জমিটি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। কয়েক দিন আগে, জমিতে পাকা দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের ভাড়াটে ভূমিদস্যু আরিফ বাহিনীর সদস্যরা বাধা প্রদান করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন অর্চনা রানী, রিনা রানী, শিমুল চন্দ্র দাসকে পিটিয়ে আহত করা হয়। ভূষণছড়ায় পুনঃ নির্বাচন দাবিতে অবরোধ পালিত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৩ জুন ॥ বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে জেএসএসের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ সোমবার রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেএসএস ৪ঠা জুন ষষ্ঠ দফা ভোট গ্রণের পর থেকে ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিতে বরকলে আন্দোলন করে আসছে। তাদের দাবি ওই কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে। অবরোধ চলাকালীন সময়ে রাঙ্গামাটিতে কোন যানবাহন চলাচল করেনি। নৌপথেও কোন নৌযান চলাচল করেনি। ছেলের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছেলে নুরে আলমের (২৩) সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে তার মা নুর নাহার। সোমবার বেলা ১১টায় পৌরশহরের উকিলের মোড় মহল্লার নিজবাসভবনে নুরে আলমের পরিবারের পক্ষে মা নুর নাহার এই সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন তার বড় ছেলে নুরে আলম নীলফামারী সরকারী কলেজে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। চলতি বছরের ১১ এপ্রিল গভীর রাতে প্রশাসনের পরিচয় দিয়ে কে বা কারা তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রূপগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ সানজিদা আক্তার ও তার বাবা দুলাল খানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার খাদুন এলাকায় ঘটে এ ঘটনা। জানা যায়, গত ৫ বছর আগে একই এলাকার কামিজ উদ্দিনের ছেলে শাকির মিয়ার সঙ্গে ইসলামী শরীয়া মোতাবেক সানজিদার বিয়ে হয়। সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ জুন ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গড়ে ওঠা আড়াই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ। সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। জানা গেছে, ঈদকে সামনে রেখে স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ মহাসড়ককে যানজট মুক্ত রাখতে ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে। প্রেমিকের লাশ কবর থেকে উত্তোলন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জুন ॥ প্রেমিকার পিতার হাতে খুন হওয়া নওগাঁর শালুকা গ্রামের যুবক উজ্জল হোসেনের লাশের ময়নাতদন্তের জন্য দীর্ঘ আড়াই বছর পর সোমবার দুপুরে কবর থেকে তার হাড়গোর উত্তোলন করা হলো। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার উপস্থিতিতে মামলার তদন্তকারী অফিসার আত্রাই থানার এসআই মোস্তফা কামাল লাশের হাড়গোরগুলি উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত উজ্জলের বাড়ি সংলগ্ন চকগোবিন্দ মহল্লায় তাদের পারিবারিক গোরস্থান তাকে দাফন করা হয়েছিল। বাল্যবিয়ে রোধে তথ্যকার্ড নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৩ জুন ॥ ‘সকল হাত এক করি, বাল্যবিবাহ বন্ধ করি’Ñ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দড়িজাগি গ্রামে কিশোরীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধক তথ্যকার্ড বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। সদর উপজেলার ইউএনও বেগম মোস্তারী কাদেরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিন প্রমুখ। ভ্যাট প্রদান প্রচারে হাতি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৩ জুন ॥ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং ভ্যাট প্রদানের জন্য আহ্বান জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার ভ্যাট প্রদান প্রচারণার অংশ হিসেবে হাতিকে ব্যবহার করা হয়েছে। শহরের পূর্ব চাঁদকাঠির সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তার কার্যালয় থেকে প্রচার শুরু হয়। শহরে এসে হাতি ভ্যাট দেয়ার জন্য প্রতিটি দোকানে ফুল দিয়ে প্রতিষ্ঠানকে আহ্বান জানায়।
×