ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কর্মশালায় তথ্য

বারির ৯শতাধিক প্রযুক্তি উদ্ভাবন

প্রকাশিত: ০৬:৪৫, ১২ জুন ২০১৬

বারির ৯শতাধিক প্রযুক্তি উদ্ভাবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ পর্যন্ত ২শ’ টিরও বেশি ফসলের ৪৭১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৫২টি অন্যান্য প্রযুক্তিসহ এ যাবৎ ৯শ’টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার গাজীপুরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক “অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা-২০১৬”-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. রফিকুল ইসলাম ম-লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়) মোঃ নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান। কক্সবাজারে মৃতদেহ দাফনে টাকা দাবি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মৃত এক নারীকে কবরস্থ করতে ১০ হাজার টাকা দাবি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৮টায় খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোরস্তানে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, স্থানীয় আনোয়ারা বেগম নামে অসুস্থ এক বিধবা শুক্রবার রাতে মারা যান। তাকে দাফন করার জন্য শনিবার সকালে খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর খুঁড়তে যান স্বজনরা। বিধবার ছোট ভাই আমান উল্লাহ জানান, কবরের স্থান নির্ধারণ করার পর ঝোঁপঝাড় পরিষ্কার করার সময় খামার পাড়ার ছৈয়দ নুর নামে এক ব্যক্তি এসে কবর খননে বাধা দেয়। কবর খুঁড়তে যাওয়া চাঁদ মিয়া বলেন, কবরস্থানের জমি ছৈয়দ নুর নিজের বলে উল্লেখ করে দশ হাজার টাকা দাবি করে। এ নিয়ে কবরস্থানে হট্টগোল শুরু হলে চারদিক থেকে জনগণ সমবেত হলে বেগতিক অবস্থা দেখে চম্পট দেয় ছৈয়দ নুর।
×