ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৪:৩২, ২ জুন ২০১৬

সিরাজগঞ্জের ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ১৯৯৫ সালে ছাত্রদল-যুবদলের ক্যাডারের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রলীগ নেতা নাজমুল হকের খুনীদের বিচারের দাবিতে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শহীদ নাজমুল স্মৃতি পরিষদ। শহরের চৌরাস্তা মোড় শহীদ নাজমুল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৫ সালের ১ জুন ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী হামলায় শহীদ হন ছাত্রলীগের উদীয়মান নেতা নাজমুল হক। দীর্ঘ ২১ বছর পার হলেও এই নির্মম হত্যাকা-ের বিচার হয়নি। বক্তারা অবিলম্বে নাজমুলের খুনীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট গোলাম হায়দার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম, সাবেক জিএস রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সাবেক এজিএস আরিফুল ইসলাম শিপন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন। শাহজাদপুরে পত্রিকা এজেন্টকে প্রাণনাশের হুমকি সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ), ১ জুন ॥ জাতীয় সংবাদপত্রের একমাত্র এজেন্ট সন্তোষ কুমার সাহাকে প্রাণনাশের হুমকি দেয় হয়েছে। জানা গেছে, সন্তোষ কুমার সাহার ভগ্নিপতি বেলকুচি উপজেলার মৃদুল কুমার সাহার বাড়ি ১৯৮৮ সালের বন্যায় ভেঙ্গে গেলে সন্তোষ কুমার মানবিক বিবেচনায় মনিরামপুরের নিজ বাড়িতে আশ্রয় দেন। ১৮ বছর সন্তোসের বাড়িতে বসবাস করার পর ভগ্নিপতি মৃদুল বাড়ি করার জন্য জায়গা দাবি করলে সন্তোষ তার ভগ্নিপতি মৃদুলকে আড়াই শতক জায়গা লিখে দেন। তিনি সেখানে তিনতলা পাকা ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি সন্তোষ তার নিজ জায়গার ওপর কাজ করতে গেলে মৃদুল বাধা ও প্রাণনাশের হুমকি প্রদান। এছাড়া তিনি জায়গাটি জোর করে দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় নিরীহ পত্রিকা এজেন্ট পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ জুন ॥ ভোলার মেঘনা নদীতে বুধবার সকালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে আরিফ (১০) নামে এক জেলে শিশু নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় অপর দুই জেলে আহত হয়েছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলকাবাসী জানিয়েছে, বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ভোলার দৌলতখান উপজেলাগামী যাত্রীবাহী এমভি সম্পদ লঞ্চটি ভোলা সদর উপজেলার তুলাতুলি ঘাটে যাত্রী নামাতে গিয়ে একটি মাছ ধরা ট্রলারকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ট্রলারটি উল্টে ডুবে যায়। পরে অন্য নৌকার জেলেরা এসে আহত ২ জেলেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অপর জেলে আরিফকে ওই সময় পাওয়া যায়নি। প্রায় ৫ ঘণ্টা পর বেলা ১১দিকে নদীতে তার লাশ ভেশে উঠলে স্থানীয় জেলেরা তা উদ্ধার করে।
×