ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন মামলার বাদীকে জীবননাশের হুমকি

প্রকাশিত: ০৪:১২, ২১ মে ২০১৬

নারী নির্যাতন মামলার বাদীকে জীবননাশের হুমকি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে জামিনে মুক্তি পেয়ে আসামি কর্তৃক নারী নির্যাতন মামলার বাদীকে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের শেখ আনছার আলীর একমাত্র মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে ২০১২ সালে একই উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুলতান মাহমুদের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল দেয়া হয়। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতে সুলতান মাহমুদ পুনরায় মোটরসাইকেল ও ঘর তৈরির জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। রাবেয়া খাতুনের পরিবার ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। এ নিয়ে একাধিক সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি। গত ১৫ মার্চ যৌতুকের দাবিতে রাবেয়াকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৩ মার্চ রাবেয়া খাতুন বাদী হয়ে বাগেরহাট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
×