ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আ’লীগ নেতা টুকু হত্যা

দুই দিনেও খুনী শনাক্ত করতে পারেনি পুলিশ

প্রকাশিত: ০৩:৪৪, ২৭ এপ্রিল ২০১৬

দুই দিনেও খুনী শনাক্ত করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর নিজ ব্যবসায়িক চেম্বারে ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা ও রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকুর ‘আত্মস্বীকৃত’ খুনী নয়নের খোঁজ দু’দিনেও পায়নি পুলিশ। গুলি করে হত্যার পর কৌশলে পালিয়ে গিয়ে দূর থেকে মোবাইল ফোনে হত্যাকা-ের কথা স্বীকার করলেও এখন সে আত্মগোপনে চলে গেছে। পুলিশ তার বাড়ি ও ঢাকার কোন কনস্ট্রাক্টশনের সঙ্গে জড়িত তাও উদ্ধার করতে পারেনি। খোঁজ পায়নি অপর আসামি রাজশাহী নগরীর তরিকুল ইসলামেরও। এদিকে আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তারহীনতায় ভুগছে নিহত আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর পরিবার। পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর পুলিশ এর তদন্ত ও আসামিদের ধরার বিষয়ে শুধু কালক্ষেপণ করছে। ঘটনার দু’দিনেও ব্যবসায়ী নেতা কুকুর খুনীদের ধরতে না পারায় পুলিশের তৎপরতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজশাহী চেম্বার নেতৃবৃন্দ। মঙ্গলবার নিজেদের মধ্যে সভা করে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, খুনের পর আসামি স্বীকার করল। তার মোবাইল নম্বর পুলিশের কাছে। তারপরও রহস্যজনক কারণে দু’দিনেও পুলিশ তার টিকিও ছুঁতে পারেনি। এছাড়া নগরীতে থাকা অপর আসামি তরিকুলেরও কোন খোঁজ নেই পুলিশের কাছে। মঙ্গলবার এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগরের বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সেলিম বাদশা শুধু একবাক্যে বলেন, এ মামলার কোন ‘আপডেট’ নেই। এর পরই ফোন কেটে দেন। ব্যস্ততার কথা বলে আর ফোন রিসিভ করেননি। প্রসঙ্গত, ঠিকাদারি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে রবিবার বিকেলে টুকুকে তার নিজ চেম্বারে গুলি করে হত্যা করা হয়। রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে একুশে পরিষদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। এ সময় বক্তব্য রাখেনÑ উপদেষ্টা অধ্যাপক কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, আজাদ হোসেন মুরাদ, বাসদ নেতা জয়নাল আবেদিন মকুল, সংগঠনের সাধারণ সম্পাদক এমএম রাসেল, আব্দুল হাই সিদ্দিকী সিঠু, সিরাজুল ইসলাম, নাইস পারীভন, সুর্বণা সাথী, আরমান হোসেন প্রমুখ।
×