ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৭, ১৯ এপ্রিল ২০১৬

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ এপ্রিল ॥ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন ডগরমোড়া মহল্লায় ‘জালাল আহম্মেদ নিট কম্পোজিট’ নামক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে। এ সময় বিক্ষোভ মিছিল করায় মালিকপক্ষের লোকজনের পিটুনিতে দু’শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় গার্মেন্টসটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতিবাটরা গ্রামে রবিবার সন্ধ্যায় পানিতে ডুবে জয় হাওলাদার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জয় ওই গ্রামের জগদ্বীশ হালদারের পুত্র। জানা গেছে, বিকেলে খেলার ছলে জয় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে নিখোঁজ হয়। লাইব্রেরি মালিকদের ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ এপ্রিল ॥ প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর ৭টি উপধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ভোলা জেলা শাখার ডাকে সোমবার দিনব্যাপী জেলার ১৩৬টি লাইব্রেরি বন্ধ ছিল। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বই কিনতে এসে না পেয়ে দুর্ভোগে পড়েন। সোমবার শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে যায় এবং জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি পেশ করে। ইয়াবাসহ আটক ১ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৮ এপ্রিল ॥ দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ১১ শ’ পিছ ইয়াবাসহ নুরুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার রাত ১০ টায়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। চাঁদা না দেয়ায় বাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ এপ্রিল ॥ দশ লাখ টাকা চাঁদা না পেয়ে সাভারে একটি নির্মাণাধীন বাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে পৌর এলাকার সবুজবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক বিউটি আক্তার জানান, সবুজবাগ মহল্লায় দু’ শতাংশ জমির ওপর একতলা বাড়ি নির্মাণ করছিলেন তিনি। এ সময় তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল প্রতিবেশী রতন মিয়া। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুরে রতন মিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে তার নির্মাণাধীন বাড়ি ভাংচুর করে দু’ লাখ টাকার রড ট্রাকে ভরে পালিয়ে যায়। সন্ত্রাসীরা এ সময় জোরপূর্বক রতন মিয়ার নামে বাড়িতে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ এপ্রিল ॥ ভালুকা উপজেলার বান্দিয়ায় নাফকো ফার্মা লিমিটেডে সোমবার দুপুরে বিদ্যুতের কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার সময় ওই কোম্পানির ইলেকট্রিশিয়ান মুসা মিয়া (৩০) বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মুসা উপজেলার মেদুয়ারী কুচিলাতলা গ্রামের রঞ্জু মিয়ার পুত্র। মাতালের কারাদ- সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল ॥ রায়পুরে প্রকাশ্যে মদপান ও মাতলামি করায় আনোয়ার হোসেন দু’মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এ দ- প্রদান করেন। ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ ইবি সংবাদদাতা ॥ ছাত্রলীগকে অবাঞ্ছিত করা হবে এমন বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, সোমবার সাড়ে ১০টার দিকে দলীয় টেন্টে জরুরী সাধারণ সভার আহ্বান করা হয়। পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১টার দিকে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান তার বক্তেব্যের একটা পর্যায়ে ছাত্রলীগকে অবাঞ্ছিত করা হবে এমন মন্তব্য করেন। কুড়িগ্রামে কর্মশালা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সরকারী ক্রয়ে ইলেক্ট্রনিক প্রকিউরমেন্ট (ই-জিপি) সুষ্ঠু বাস্তবায়ন ও প্রসারের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাপর্যায়ের কর্মশালা সোমবার কুড়িগ্রাম অভিনন্দন সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন এ কর্মশালার উদ্বোধন করেন। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের (বিসিসিপি) সহকারী পরিচালক বাদল হালদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রহমান, অধ্যক্ষ রাশেদুজামান বাবু, এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, দৈনিক খবরের সম্পাদক ছানালাল বকসী প্রমুখ। আ’লীগের দুই বিদ্রোহী বহিষ্কার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের পর এবার হলদিয়া ইউপি আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন লাভুকে বহিষ্কার করা হয়েছে। সোমবার তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আক্তার হোসেন লাভু হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তাকে ছাড় দেয়া হবে না।
×