ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে জেলখানায় ছাত্রলীগ নেতার মৃত্যু ॥ দায়ী পুলিশকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৮:১১, ১৮ এপ্রিল ২০১৬

মুন্সীগঞ্জে জেলখানায়  ছাত্রলীগ নেতার মৃত্যু ॥ দায়ী পুলিশকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানের কোলা ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসান (২১) জেলখানায় রবিবার মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি কোর্সের ছাত্র আসিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদে বিকেলে সিরাজদিখানে দফায় দফায় প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলকারীরা দায়ী পুলিশকে গ্রেফতারের দাবি জানায়। কোলা ইউপির বিজয়ী চেয়ারম্যান মীর লিয়াকত আলী জানান, ইউপি নির্বাচনের পরাজিত প্রার্থীর লোকজন গত ১২ এপ্রিল রাতে আসিফকে বেদম প্রহার করে। রহস্যজনক কারণে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে গুরুতর অবস্থায় গ্রেফতার করে। মাথায় আঘাতপ্রাপ্ত আসিফ বমি করা সত্ত্বেও নামে মাত্র চিকিৎসা দিয়ে জেলহাজতে পাঠায়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিলেও সেই পত্রটি সংশ্লিষ্ট পুলিশ জেলাখানা বা মামলার নথির সঙ্গে সম্পৃক্ত করেনি। সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ জানান, এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ইয়ামিন (২৫) ও নরুল আমিন (৩০) পরিকল্পিতভাবে মামলা চালিয়ে রড দিয়ে নির্মমভাবে পেটায় তাকে। বিগত ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়াই ছিল আসিফের অপরাধ। আর ইয়ামিন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাসির চৌধুরীর পক্ষে কাজ করে। এই রিপোর্ট লেখার সময় আসিফের লাশ জেনারেল হাসপাতাল মর্গে ছিল। আসিফের পক্ষে এই ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
×