ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:১৩, ৮ এপ্রিল ২০১৬

ঝলক

চোখই ক্যামেরা ওয়াইফাই যুগ তো দেখলাম। এবার সামনে আসছে সাইফাই যুগ। প্রযুক্তিবিদদের আভাস সাইফাই যুগ হবে আরও রোমাঞ্চকর। এই যুগে ছবি তুলতে অতিরিক্ত ক্যামেরার দরকার হবে না। মানুষের চোখই হয়ে উঠবে এক একটা শক্তিশালী ক্যামেরা। চোখের পলক সেখানে ক্যামেরার লেন্সের দায়িত্ব পালন করবে। কিছু দেখা মাত্র চোখের পলক ফেলতেই উঠে যাবে ছবি। চোখের মণিতে শুধু একটি লেন্স পরে নিলেই হবে। এই লেন্সে থাকবে বিল্টইন ক্যামেরা। এই ক্যামেরা নিয়ন্ত্রণ করবে আপনার চোখের পাতা। পলক ফেললেই ক্লিক, ক্লিক উঠছে ছবি। এমন একটি দিনের কথা স্বপ্নেœর কল্পনাতে আসতেই পারে কিন্তু এবার বাস্তবেও আসতে চলেছে। ইতোমধ্যে এমন লেন্স তৈরি করে ফেলেছে গুগল। এর পেটেন্ট পেয়েছে টেক জায়ান্ট স্যামসাংও। খবরে বলা হয়েছে এই বিশেষ কনট্যাক্ট লেন্সে থাকবে একটি ছোট ডিসপ্লে, একটি ক্যামেরা, একটি এ্যান্টেনা এবং একাধিক সেন্সর। তবে শুধু ছবি তোলা নয়, এই লেন্সগুলোর মাধ্যমে শরীরে শর্করার মাত্রাও জানা যাবে। এই ব্যাপারে নোভার্টিসের সঙ্গে হাত মিলিয়েছে গুগল। অবশ্য এভাবে ছবি তোলার ঢের বিপদও রয়েছে। কখন আপনার ছবি তোলা হচ্ছে তা আপনি বুঝতেই পারবেন না। স্টিং অপারেশনের জন্য এই লেন্স অত্যন্ত জনপ্রিয় হবে। আবার অনুমতি ছাড়া ছবি তোলার হিড়িকও পড়বে বেশি। তবে এর প্রতিকার হিসেবে কিছু না কিছু উপায় খুঁজে বের করবেন প্রযুক্তিবিদরা। গ্যাংস্টার মোরগ! একদল বুনো টার্কি মোরগের অতর্কিত হামলায় বাড়িছাড়া হলো যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি পরিবার। শুধু কী তাই? এই খ্যাপাটে মোরগ দলের হামলায় কিছু সময় থেমেছিল নিউজার্সির রাজপথ। প্রাইভেটকার ও বাস। রাজপথে কিছু সময় ধরে তা-ব চলে এই টার্কি দলের। গাড়ির কাঁচে এই টার্কিরা এত জোরে ঠোঁকর দিতে থাকে যাতে গাড়ি ফেলে অন্য দরজা দিয়ে পালাতে বাধ্য হয় চালক। বুধবার সকাল। অন্যদিনের মতোই বাচ্চা-কাচ্চাসহ সকালের নাস্তা সারতে টেবিলে বসে লবসিনস্কির পরিবার। নাস্তা শুরু করবে এমন সময় পেছনের দরজা দিয়ে খাবারঘরে উপস্থিত একদল খ্যাপাটে বুনো টার্কি। ঘরে ঢোকা মাত্র আশপাশের জিনিসপত্রে ঠোঁকর দেয়া শুরু। টার্কির ঠোঁকরে অনেক জিনিস ভেঙ্গে যায়। পরে শুরু ডানা ঝাপটানো। এতে ঘরের টিভিসহ অন্যান্য জিনিস মেঝেতে পড়ে ভেঙ্গে খান খান। সিবিসি-টু চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে লবসিনস্কি বলেন, আমার অন্তত ৬ হাজার ডলার মূল্যের জিনিস নষ্ট করেছে ওই টার্কির দল। পরে ফের টার্কির আক্রমণের ভয়ে আমি বাচ্চাসহ বাড়ি ছাড়তে বাধ্য হই। ওই গ্যাংস্টার টার্কি দলের তা-বে আমার বাচ্চারা ভয়ে জড়সড়ো হয়ে যায়। হঠাৎ টার্কিদের এভাবে ক্ষেপে ওঠার একটা ব্যাখ্যা দিয়েছে নিউজার্সির ফিস এ্যান্ড ওয়াইল্ড লাইফের কর্মীরা। তারা বলছেন, এ সময় টার্কিদের প্রজননের সময়। আর প্রজনন সময়ে টার্কিরা একটু খ্যাপাটে স্বভাবের হয়। এ জন্য লোকজনকে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে নিউ জার্সির ফিস এ্যান্ড ওয়াইল্ড লাইফের এই সমাধানে সন্তুষ্ট হতে পারেননি ভুক্তভোগীরা। তারা এই ঘটনার সঠিক সমাধান চেয়েছেন। ইউপিআই অবলম্বনে। স্বচ্ছ কাঠ ॥ কাঠ কখনও কাঁচের মতো স্ফটিক স্বচ্ছ হতে পারে? এর মধ্য দিয়ে অনায়াসে ভেদ করতে পারে আলো? বিশ্বাস করুন আর নাই করুন এবার সুইডেনের স্টকহোম শহরের কেটিএইচ রয়্যাল ইনস্টিটটিউট অব টোকনোলজির বিজ্ঞানীরা এমন এক ধরনের কাঠ আবিষ্কার করেছেন যেটি স্বচ্ছ। এর মধ্য দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারে আলো। এই কাঠ বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে এটি নির্মাণ শিল্প এবং সোলার টেকনোলজি খাতে বিপ্লব ঘটাতে পারে বলে বিজ্ঞানীদের আশাবাদ। এই কাঠের দাম বর্তমান স্থাপনায় ব্যবহৃত গাছের কাঠের তুলনায় অনেক কম হবে। এটি নবায়নযোগ্য এবং দেখতেও সুন্দর। কেটিএইচএর ওয়ালেনবার্গ উড সায়েন্স সেন্টারের শিক্ষক লার্স বার্গগ্লুন্ড বলেন, বিশেষ করে সোলার উইন্ডো ও ঘরের জানালায় এই কাঠ ব্যবহার করা যাবে। আবার অফিসের অভ্যন্তরে পার্টিশন করতে এই কাঠ ব্যবহার করা যেতে পারে। আবার বড় কোন জিনিস ঢেকে রাখতে এই কাঠ ব্যবহার সহজ হবে। তবে এই কাঠের স্থায়িত্ব নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানান বিজ্ঞানীরা। অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×