ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ মার্চ ২০১৬

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরচর থানাধীন ভাসানচর ইউনিয়নের বড়ইয়া গ্রামে বুধবার সকালে ঘণ্টাব্যাপী নির্বাচনী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সমির চারু ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত পারুল বেগমকে শেবাচিম হাসপাতালে ও অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ভাষানচর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চুন্নু অভিযোগ করেন, আনারস মার্কার প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মজিবুর রহমান প্যাদার সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী শাহাবুদ্দিন ও আরেক মেম্বার প্রার্থী জামাল হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটার দিকে আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত ও উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। অপরদিকে গৌরনদীর সরিকল ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মনজুর হোসেন মিলনের সমর্থক কুড়িরচর গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মুক্তিযোদ্ধা উমর আলী হাওলাদারের একটি কান কেটে নিয়েছে নৌকা মার্কার সমর্থকরা। তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় ভোল পাল্টে তা-ব নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সেই ২০০১ সালের বিএনপি জোটের আতঙ্কিত মৌমাছি বাহিনীর ক্যাডাররা মঙ্গলবার রাতে ভোল পাল্টে তা-ব চালিয়েছে। লালমোহনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক মোকলেসুর রহমানের নাতি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কামরুলের নির্বাচনী অফিস ভাংচুর করে। এ সময় ১৫ জন আহত হয়েছে। ওই ক্যাডার বাহিনী মিয়ারহাট বাজারে মোটরসাইকেল মহড়া দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। লালমোহন থানার সামনে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। এমনকি থানার ২শ’ গজের মধ্যে শত শত মানুষের সামনে মহড়া দিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ১৫টি দোকানে তালা ঝুলিয়ে দিয়ে উল্লাস করতে থাকে। এ সময় সাংবাদিক অমিতাভ অপু ও ইউসুব ছবি তুলতে গেলে তারাও রক্ষা পায়নি। ইউসুবকে সেই মৌমাছি বাহিনীর সদস্য ভোল পাল্টে পৌর যুবলীগের সভাপতি মেহের ও পৌর ছাত্রলীগের জালাল উদ্দিন বেলাল, সম্পাদক জুবায়ের কুদ্দুসের নেতৃত্বে ক্যাডাররা বেধড়ক পিটুনি দিয়ে ক্যামেরা ভাংচুর করে। অথচ থানার সামনে বাজারের মধ্যে ক্যাডারদের এ ধরনের তা-ব চালিয়ে সাংবাদিকদের বর্বর হামলা চালানোর পরও লালমোহনের ওসি কামরুজ্জামান কাউকে আটকতো করেইনিÑ উল্টো তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোন ঘটনায় তাকে কেউ কিছু অভিযোগ জানায়নি। লালমোহন থানার ওসির এ ধরনের আচরণে ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিচারের দাবিতে বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এ সময় লালমোহন থানার ওসির অপসারণের দাবি জানানো হয়। দৌলতপুরে গুলি ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমেদ তার লোকজন নিয়ে দৌলতপুরে আসার পথে প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম শেলী দেওয়ানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হলে ফয়জুল মেম্বার ও ফজলুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শরণখোলায় আহত ৩০ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২২ জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে সাউখখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মডেলবাজার এলাকায় মেম্বার প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার ও শফিকুল ইসলাম ডালিমের প্রচার চলাকালে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা পাল্টাহামলা ও সংঘর্ষ বাধে। কুড়িগ্রামে যুবককে বেঁধে নির্যাতন স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, আন্দারীঝাড়ে আব্দুল গাফ্ফার নাামের এক যুবককে বাসায় বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে। আহত যুবক ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। গাফ্ফার খামার আন্ধারীঝাড়ের আবুল কালাম ম-লের ছেলে। আবদুল গাফ্ফারের জেঠা আলতাব হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান গাজী, রইচ উদ্দিন এবং শফি বাড়ি থেকে গাফ্ফারকে ধরে বাসায় নিয়ে যায়। পরে তার হাত বেঁধে মারধর করে। এক পর্যায়ে তার জেঠাকে বাড়ি থেকে ডেকে এনে সাদা কাগজে উভয়ের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। পরে তাকে আহত অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকসহ গেট ভাংচুর করেছে বিএনপির সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ৭নং ওয়ার্ডের রাঙ্গালীর কুটি এলাকায় গেলে সেখানে কাঠ ও কাপড়ের তৈরি নৌকা প্রতীকসহ গেট ভেঙ্গে দেয়। সাতক্ষীরায় বাড়ি ভাংচুর, আগুন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর ৫ কর্মীর বাড়িঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভাংচুর করা হয়েছে ২০-২৫টি মোটরসাইকেল। আহতরা হলেন, ধুমঘাট গ্রামের আবু দাউদ গাইন, আবু বক্কর গাইন, সাবিনা খাতুন, একই গ্রামের আব্দুল ওহাব, আছিয়া বেগম, শিশু মায়া, আলম, সঞ্জয় ম-ল, শিল্পী রানী, আব্দুল গনি ও আব্দুল হামিদ। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে টাকার বিনিময়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা ও জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও মনোনয়ন দেয়ার সুপারিশ প্রত্যাহার করার দাবিতে বুধবার বেলা ১১টা দুপুর ১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টাব্যাপী স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর উপজেলার মোল্লারহাট এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দু’ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ কয়েক হাজার নারী ও পুরুষ। মানববন্ধন শেষে মোল্লারহাট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাউফলে ক্যাম্প ভাংচুর নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ মার্চ ॥ বাউফলের কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস ও ধানের শীষ মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা একজোট হয়ে নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্পসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এঘটনা ঘটেছে। টাঙ্গাইলে ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলো- আব্দুল হাই, আব্দুল কাদের তালুকদার, আমিনুল ইসলাম নিকছন, হুসাইন মোহাম্মদ রাসেল, এটিএম মোস্তফা লিটন, মিজানুর রহমান, শামসুল ইসলাম, রওশন খান আইয়ুব এবং জুলফিকার আলী। কুতুবদিয়ায় ১৩ প্রার্থীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া থেকে জানান, কুতুবদিয়া উপজেলায় নির্বাচনী বিধি নিষেধের বালাই নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দ্বীপের প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩ চেয়ারম্যান প্রার্থীকে ৫১ হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে অধিকাংশ নৌকা ও ধানের শীষের প্রার্থী বলে জানা গেছে। শেরপুরে পথসভায় হামলা নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান রিয়াদের পথসভায় হামলা চালিয়েছে নৌকা সমর্থিতরা। ওই ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ছাড়াও নৌকা সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থীর ৬টি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, হাসানুজ্জামান রিয়াদ তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচার শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাঘবেড় বাজারে পথসভায় সমাপনী বক্তব্য রাখছিলেন। ওই সময় নৌকা সমর্থিতদের হুমকি ধমকিতে কাউকে ভয় না পেয়ে নির্বাচনের দিন পাল্টা জবাব দিতে নিজের অবস্থানের শক্ত জানান দিয়ে বক্তব্য প্রদান করেন। এতে নৌকা সমর্থিত স্থানীয় এক মুরব্বি ওই বক্তব্যের প্রতিবাদ করলে রিয়াদ সমর্থিত এক কর্মী তার সঙ্গে অশালীন আচরণ করে। কাছেই উপস্থিত নৌকা সমর্থিত কর্মীরা রিয়াদের সভায় লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। কেরানীগঞ্জে আহত ৬ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, নির্বাচনী প্রচারের সময় শুভাঢ্যা ইউনিয়নে আ’লীগ ও বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে খেজুরবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এতে শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইমারত হোসেনসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। জানা যায়, খেজুরবাগ মোড়ে বিএনপির প্রার্থী ভোট চাচ্ছিলেন। একই সময় আ’লীগ প্রার্থীর সমর্থনে কিছু লোক সেখানে ভোট চাইতে আসেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। খুলনায় আওয়ামী লীগের ৩৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস থেকে জানান, জলার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ৩৬ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফরিদ আহম্মেদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক সাবেক হুইপ এসএম মোস্তাফা রশিদী সুজা এমপি এক বিবৃতিতে বলেছেন, দলীয় প্রার্থীকে সমর্থন না করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী এটা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দলীয় বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো। নেতৃবৃন্দ আরও বলেন, এসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে যে সব দলীয় নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাময়িক বহিষ্কৃতরা হলেন বারাকপুর ইউনিয়নে গাজী হাফিজুর রহমান, দীঘলিয়া সদরÑ হায়দার আলী মোড়ল, কয়রা সদর- এস এম শফিকুল ইসলাম, মহশ্বেরীপুর- বিজয় কুমার সরদার, বাগালী- আঃ সাগর পাড়, দক্ষিণ বেদকাশী- মিজানুর রহমান খোকা, উত্তর বেদকাশী- শেখ লুৎফর রহমান, বাগালী- রেজাউল গাইন, হরিঢালী- সরদার গোলাম মোস্তফা, লতা- চিত্তরঞ্জন ম-ল, দেলুটি- দিজেন্দ্রনাথ ম-ল, গদাইপুর- শেখ সোহ্্রাওয়ার্দী, ডুমুরিয়া সদর- আঃ সালাম মাঝি, গুটুদিয়া- কাজী নুরুল ইসলাম, খর্নিয়া- মেহেদী হাসান বিপ্লব, রুদঘরা- গাজী তৌহিদুল ইসলাম, শোভনা- সুরঞ্জিত বৈদ্য, মাগুরখালী- কার্তিক চন্দ্র ম-ল, শরাফপুর- শেখ রবিউল ইসলাম রবি, সাহস- শেখ রিপন, ভা-ারপাড়া- শফিকুল ইসলাম লিটু, ছাগলাদাহ- কামরুজ্জামান ওয়ালিছ, মধুপুর- কাজী কামাল হোসেন, সাচিয়াদাহ- উকিল উদ্দিন লস্কর, বারাসাত- তরিকুল ইসলাম মোল্যা, আজগড়া- বাদশা মল্লিক, জলমা- ভগবতি গোলদার, বটিয়াঘাটা সদর- মনোরঞ্জন ম-ল, গঙ্গারামপুর- রামপ্রসাদ রায় ও রণজিৎ রায়, ভা-ারকোট- ইসমাইল হোসেন বাবু, আমিরপুর- হুজ্জত আলী, জামিরা- মনিরুল ইসলাম সরদার, দাকোপ সদর- সঞ্জয় কুমার, লাউডোব- সরজিত কুমার রায় ও কামার খোলা ইউনিয়নে সমরেশ রায়।
×