ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সাত বিক্রেতা পাকড়াও

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ মার্চ ২০১৬

কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সাত বিক্রেতা পাকড়াও

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সমুদ্রে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবার চালানসহ ৭ ইয়াবা বিক্রেতাকে আটক করেছে র‌্যাব সদস্যরা। মাছ ধরার ট্রলারে লুকিয়ে ইয়াবার চালানটি মিয়ানমার থেকে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নিয়ে যাচ্ছিল ইয়াবা বিক্রেতারা। সোমবার দুপুর ২টায় র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি চৌকস দল লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে কক্সবাজার গভীর সমুদ্রে এফভি রাফসান নামের ফিশিং ট্রলারে এ অভিযান চালায়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, মিয়ানমার থেকে একটি বড় চালান নিয়ে সাগর পথে ফিশিং ট্রলার আসছে খবর পেয়ে র‌্যাবের চৌকস দল সাগরে অভিযানে নামে। ট্রলারটি গভীর সাগরের দিক হয়ে রওনা করছে দেখে র‌্যাবের দলটিও ট্রলারটির পিছু নেয়। কাছে গিয়ে তাদের থামানোর পর ইয়াবার বিষয়ে চ্যালেঞ্জ করলে তারা ফিশিং ট্রলারের কোল্ড স্টোরেজের ভিতর আছে বলে জানায়। তৎক্ষণাৎ তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ফিশিং ট্রলারটিও। ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে র‌্যাব সূত্রে জানা গেছে। এ সময় আটক করা হয়েছে মোঃ আলম, নাছির উদ্দিন, মোঃ জসিম, মোঃ কামাল, মোঃ কলিম উল্লাহ, মোঃ আশরাফ উদ্দিন ও মোঃ হোসেনকে। আটক ব্যক্তি সকলে চট্টগ্রামের বাঁশখালীর চনুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
×