ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুটি মার্কিন প্রতিনিধি দল আসছে এ মাসে

প্রকাশিত: ০৮:১৭, ১১ মার্চ ২০১৬

দুটি মার্কিন প্রতিনিধি দল আসছে এ মাসে

কূটনৈতিক রিপোর্টার ॥ বিমানবন্দর ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের এ বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের আন্তর্জাতিকবিষয়ক এ্যাসিস্টেন্ট সেক্রেটারি ও প্রধান কূটনৈতিক কর্মকর্তা এ্যালান বারসিনের নেতৃত্বে প্রতিনিধি দল এ মাসের শেষ সপ্তাহে ঢাকা আসবে। এ দলটির সফরে আসার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ দলটির সঙ্গে আলোচনায় বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি আসতে পারে। তবে ওই দলের আগে আগামী ২২ ও ২৩ মার্চ সাইবার নিরাপত্তাবিষয়ক একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। এ প্রতিনিধি দলটি তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সাইবার আইন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে। চার থেকে পাঁচ জনের এ প্রতিনিধি দলে কারিগরি বিশেষজ্ঞ ও কর্মকর্তাÑদুই শ্রেণীর ব্যক্তিই থাকতে পারে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় একান্ত বৈঠক করেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুুম বার্নিকাট। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবিদা ইসলামও উপস্থিত ছিলেন।
×