ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ব্যাংকে গলাকাটা লাশ

প্রকাশিত: ০৪:২১, ১০ মার্চ ২০১৬

ঠাকুরগাঁওয়ে ব্যাংকে গলাকাটা লাশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ মার্চ ॥ ঠাকুরগাঁও শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ফাঁড়াবাড়িহাট শাখার নিরাপত্তাকর্মী রবিউল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের নৈশপ্রহরী মোস্তফা ও ভুল্লি শাখার নৈশপ্রহরী নিহতের মামাত শ্যালক নুরুল ইসলাম লালনকে আটক করেছে। মোস্তফা অসুস্থতাজনিত কারণে ছুটিতে ছিল। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কাজকর্ম শেষে ব্যাংক বন্ধ করে সবাই চলে যান। ব্যাংকে থাকেন নিরাপত্তাকর্মী সদর উপজেলার বড় বালিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রবিউল ইসলাম। সন্ধ্যা ৭টার দিকে হাটুরে পথচারীরা ব্যাংকের ভেতরে চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে কারণ জিজ্ঞেস করলে ব্যাংকের ভেতর থেকে পারিবারিক বিষয় বলে তাদের সরিয়ে দেয়। পরে সাড়ে ৭টার দিকে লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। রাত ৮টায় পুলিশ ও ব্যাংকের লোকজন এসে রবিউলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। ব্যাংকের ম্যানেজার তৌফিকুল ইসলাম মেলু জানান, ব্যাংকের ভোল্ট এবং কম্পিউটারসহ অন্য জিনিসপত্র সবই ঠিক রয়েছে। এ যাবত কোনকিছুুই খোয়া যায়নি এমনকি নড়াচড়াও হয়নি। কাজেই এ ঘটনাটি ডাকাতির ঘটনা বলা যাবে না। নোয়াখালীতে ভাইয়ের রডের আঘাতে ভাই খুন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরামহব্বতপুর গ্রামে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মমিন উল্যাহ্র (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জায়গাজমি নিয়ে মমিন উল্যাহ্ সঙ্গে তার ছোট ভাই হাবিব উল্যাহ্র দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলছিল। সকাল ৯টার দিকে মমিন উল্যাহ্ বাড়ির সামনের একটি চা দোকানে বসা ছিলেন। এ সময় হাবিব উল্যাহ্ বিরোধপূর্ণ জমির দলিল তাকে দিতে বলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাবিব উল্যাহ্ একটি লোহার রড দিয়ে মমিন উল্যাহ্ মাথায় আঘাত করেন। কটিয়াদীতে ছেলের হাতে মুক্তিযোদ্ধা বাবা নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীতে নেশার টাকার দাবিতে মুক্তিযোদ্ধা বাবা মীর এমদাদুল কবির মানিককে (৬৫) জিম্মি করে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নেশাখোর ঘাতক আনোয়ারুল কবিরকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। ঘাতককে গ্রেফতার করতে গিয়ে এসআই মইনুদ্দিন, এসআই আবুল কালাম আজাদ ও কাউন্সিলর জয়নাল আবেদীন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জে সালিশে সংঘর্ষ ॥ নিহত দুই, আহত ৩০ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৯ মার্চ ॥ দিরাইয়ে বিচার-সালিশের রায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে কালিনগর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, ১০/১২দিন পূর্বে কালীনগর গ্রামের জুয়েল মিয়ার ব্যাটারি চালিত অটোগাড়িটি স্থানীয় নাহিদ নামের এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দিলে গাড়িটি ভেঙ্গে যায়। এ নিয়ে দুপুরের দিকে বিচার পঞ্চায়েত অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্যের সভাপতিত্বে নাহিদের ওপর রায় হয় যে, ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা দেয়া হবে এবং নাহিদ রায় মানতে বাধ্য হলেও ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ৫০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মৃত কাচা মিয়ার পুত্র আফিজ উল্লা ও আব্দুল হকের পুত্র নুর আহমদ ঘটনাস্থলে নিহত হয়। পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর ভাগ্নে নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর থেকে জানান, নাজিরপুরের শেখ মাটিয়ায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ভাগ্নে শামছুল হক ছোট্টু নিহত হয়েছেন। নিহতের লাশ থানা পুলিশ মঙ্গলবার রাত ৯টার দিকে খেজুরতলা থেকে উদ্ধার করেছে। ছোট্টু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মামার পক্ষে নির্বাচনী প্রচার কাজ শেষে তিনি সঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে।
×