ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০১, ৯ মার্চ ২০১৬

টুকরো খবর

কারেন্ট জাল জব্দ ॥ জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দু’টি কারেন্ট জাল ফ্যাক্টরি থেকে এক কোটি ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ এবং ছয় কর্মচারীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মুক্তারপুর বিসিক শিল্প নগরীতে ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ থেকে ৫৫ লাখ মিটার জালসহ তিন কর্মচারী এবং নিউ রূপসা ফ্যাক্টরি থেকে ৫১ মিটার জালসহ তিন কর্মচারীকে আটক করা হয়। অস্ত্রসহ যুবদল নেতা আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুপচাঁচিয়া উপজেলায় রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতা বিদেশী পিস্তলসহ গ্রেফতার হয়েছে। সে তালিকাভুক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি, নাশকতা ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সোমবার সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ থানা যুবদল নেতা ১৪ মামলার আসামি রবিউলকে গ্রেফতার করে। পরে তার তথ্যানুযায়ী পুলিশ রাতে অভিযান চালায় এবং পাইকপাড়া এলাকায় তার বাড়ি থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মঙ্গলবার দুই সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন এবং পুলিশ সুপারের কার্যালয় সম্মুখে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। শনিবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্বাচনী সহিংসতার সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের ক্যামেরা ও গাড়ি ভাংচুর করে সাংবাদিক মীর রাতুর ও অধীর রাজবংশীকে আহত করে সন্ত্রাসীরা। প্রধামন্ত্রীকে নিয়ে কটূক্তি ॥ মামলা নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৮ মার্চ ॥ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে রুহুল আমীন তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। মঙ্গলবারদুপুরে মামলাটি দায়ের করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। পুলিশ জানান, এশিয়া কাপ ফাইনাল খেলা নিয়ে সরিষাবাড়ীর আরাম নগর বাজার এলাকার জুরান তালুকদারের পুত্র রুহুল আমীন তালুকদার তার ফেসবুক এ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দেয়। এ ঘটনায় এই মামলা দায়ের হয়েছে। পুলিশ রুহল আমীন তালুকদারকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান শিক্ষক কারাগারে নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৮ মার্চ ॥ ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় কাশিয়ানী উপজেলা সদরের জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এর আগে সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ আজমুল হক আজু গত বছর ৫ নবেম্বর প্রধান শিক্ষক নূর আলম তালুকদারের বিরুদ্ধে বিদ্যালয় থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে আমলী আদালতে পিটিশন দায়ের করেন। সম্প্রতি আদালত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
×