ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৮, ৬ মার্চ ২০১৬

টুকরো খবর

সাড়ে ৩ লাখ কোটি টাকার বাজেট নতুন বাজেটের আকার সাড়ে তিন লাখ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আগামী ২ বা ৯ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করবেন; পাস হবে ৩০ জুন। এ নিয়ে ১০ম বারের মতো এবং টানা আটটি বাজেট দিতে যাচ্ছেন মুহিত। প্রতিবারের মতো এবারও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করছেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে এটি হবে মুহিতের অষ্টম বাজেট। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার বাজেট দিয়েছেন প্রয়াত এম সাইফুর রহমান। অর্থনীতির নিয়ন্ত্রণে রথচাইল্ড পরিবার বর্তমান যুগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাহায্যে ওই দেশসহ পুরো বিশ্বের অর্থনীতিকে নিজেদের ইচ্ছেমতো নাচায় রথ চাইল্ড পরিবার। এই ব্যাংকের মাধ্যমে তারা ডলার ছাপায়, আমেরিকানদের থেকে ট্যাক্স সংগ্রহ করে এবং সেই ট্যাক্সের টাকাই সরকারকে ধার দেয় দেশ চালানোর জন্য। সেই ১৭৬০ সাল থেকেই এই পরিবার কঠোর গোপনীয়তা আর বংশের নিয়ম কানুন মেনে আসছে। মেয়ার রথ চাইল্ড মারা যাওয়ার আগে উইলে স্পষ্ট করে উল্লেখ করে গিয়েছিলেন যে, তাদের ব্যবসা কোনভাবেই পরিবারের বাইরে যাবে না ও পরিবারের বড় ছেলেই হবে ব্যবসার প্রধান। আড়াইশ বছর ধরে তাদের পারিবারিক এই নিয়ম একইভাবে চলে আসছে। ‘ঔষধি ধান’ চাষে সাড়া ভারতের মহিষাদল ব্লকের ইটামগরা গ্রামের কৃষক আশীষ হাজরা ধান চাষ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। আর এটা এ অঞ্চলে আশীষ হাজরাই প্রথম চাষ করছেন তা স্বীকারও করেছেন ব্লকসহ-কৃষি কর্মকর্তা মৃণালকান্তি। ব্লক কৃষিবিভাগ তাকে বর্ধমানের কৃষিমেলাতে পাঠালে তিনি সেখান থেকে এই কালো চালের ধানের বীজ সংগ্রহ করেন। চিকিৎসকরা যে এটাকে ‘ঔষধি ধান’ বলছেন তার কারণ হিসেবে কৃষি কর্মকর্তা মৃণালকান্তি বলেন, ‘ব্ল্যাক রাইস বা কালো চাল মূলত চীনে বিভিন্ন এলাকায় চাষ করা হতো। এদিকে ‘ঔষধি ধান’ বলে দাবিদার সেই কৃষক আশীষ হাজরার মতো এদেশেও চীনের রাজপরিবারের খাদ্য তালিকায় থাকা দামী এ ব্ল্যাক রাইস একদিন সাধারণ মানুষেরও পাতে উঠবে। আর তাই অন্য কৃষককে বীজধান দিতে চান হাজরা।
×