ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে মাহফুজ আনামের বিরুদ্ধে আরও এক মামলা

প্রকাশিত: ০৪:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাঙ্গামাটিতে মাহফুজ আনামের বিরুদ্ধে আরও এক মামলা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ ফেব্রুয়ারি ॥ রাঙ্গামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাঙ্গামাটিতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রাঙ্গামাটি শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ জারোয়া বুধবার এই মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানান ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য দায়িত্ব প্রদান করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন বাদী হয়ে একটি মানহানি মামলা দায়ের করেছিলেন। সীতাকু-ে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি ॥ সীতাকু-ে চোর সন্দেহে পিটুনিতে মোঃ মাসরাফি নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ শহিদুল ইসলাম শান্ত ও তার পিতা মোহাম্মদ হোসেন নামে ২ জনকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ভোলা জেলার লালমোহন থানার চরলক্ষ্মী গ্রামের উমর আলী শিকদারের পুত্র ও জিপিএইচ ইস্পাত কারখানার শ্রমিক। শিক্ষাসামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ ফেব্রুয়ারি ॥ দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে পটিয়ায় বুধবার শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। পোস্ট অফিস মোড়ের কুষ্ঠ মিশন বাংলাদেশ পটিয়া শাখা কার্যালয়ে এক আলোচনাসভা ছৈয়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর প্রকৌশলী রূপক সেন। বক্তব্য রাখেন দ্য লেপ্রসি মিশনের ব্যবস্থাপক অসমী ম-ল, রাজেশ রতন মল্লিক, অপূর্ব হালদার, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। প্রবীণ উৎসব নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৪ ফেব্রুয়ারি ॥ দুর্গাপুরে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান ও প্রবীণ উৎসব অনুষ্ঠিত হয় বুধবার। সুসং ডিগ্রী কলেজ মাঠে প্রবীণদের জন্য চাই প্রত্যাশিত জীবন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রবীণ অধিকার সুরক্ষার উপজেলা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাব সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে প্রবীণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান।
×