ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে প্রেমিক যুগলকে আটক করে জুতাপেটা ॥ হোতা ইউপি মেম্বার গা-ঢাকা

প্রকাশিত: ০৪:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

শরীয়তপুরে প্রেমিক যুগলকে আটক করে জুতাপেটা ॥ হোতা ইউপি মেম্বার গা-ঢাকা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ ফেব্রুয়ারি ॥ জাজিরার চরাঞ্চলে প্রেমে জড়িয়ে পড়ায় কিশোর-কিশোরীকে রশি দিয়ে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে জুতা ও লাঠি দিয়ে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। গোপনে মোবাইলে ধারণ করা ভিডিওফুটেজ রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার জাজিরা থানা পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতিতে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এলাকাবাসী জানান, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের আব্দুল মান্নান মল্লিককান্দি গ্রামের সোনামিয়া ছৈয়ালের কন্যা সপ্তম শ্রেণীর ছাত্রী আইরিন আক্তার ও একই গ্রামের আসমত খানের ছেলে স্বপন মিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরকম অজুহাতে স্থানীয় কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল হোসেন তার সহযোগীদের নিয়ে কথিত প্রেমিক যুগলকে আব্দুল মান্নান মল্লিককান্দি উচ্চ বিদ্যালয় মাঠে শত শত শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে রশি দিয়ে বেঁধে জুতার মালা গলায় পরিয়ে জুতা ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় মেম্বার কামাল হোসেনের ভয়ে কেউ তাদের কাছে যেতে সাহস পায়নি। এর আগে ওই প্রেমিক যুগলকে আটক করে মেম্বার কামাল হোসেন তার নিজবাড়িতে রাতভর আটকে রেখে অমানসিক নির্যাতন চালায় বলেও অভিযোগ উঠেছে। গুরুতর আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ফেসবুকের মাধ্যমে এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই মেম্বার কামাল হোসেন ও তার সহযোগীরা এলাকায় গা-ঢাকা দিয়েছেন। নেত্রকোনা আ’লীগের সম্মেলন আজ নিজস্ব সংবাদদাতা, ২২ ফেব্রুয়ারি, নেত্রকোনা ॥ দীর্ঘ এক যুগ পর মঙ্গলবার নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কারা পাচ্ছেন আগামী দিনের নেতৃত্বÑ এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জানা গেছে, ২০০৪ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। দলের একাধিক সূত্র বলেছে, এবারের সম্মেলনে কাউন্সিল অধিবেশন হবে কি নাÑ তা এখনও নিশ্চিত নয়। কাউন্সিল না করে হাইকমান্ডের পরামর্শে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা হতে পারে। তবে কাউন্সিল অধিবেশনের জন্য কাউন্সিলরদের তালিকাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু। সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীসহ ১৬ জন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী-এমপি। বরিশালে ছাত্রলীগ নেতার বাসায় হামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। নগরীর কাউনিয়া প্রথম গলিতে রবিবার রাত সাড়ে বারোটার দিকে সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে এ হামলা চালায়। ঘটনার পর অসিম দেওয়ানের বাসভবন এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ওই এলাকায় রাতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। জানা গেছে, দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে প্রভাবশালী প্রতিপক্ষের চাপের মুখে অসিম কয়েক মাস থেকে বরিশালের বাইরে অবস্থান করছেন। শনিবার সন্ধ্যায় তিনি বরিশাল এসে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বাসায় যান। ওই দিন রাতেই ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। র‌্যাবের দুটি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে র‌্যাব-পুলিশের কড়া পাহারার সময়েও ওই এলাকার অদূরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা অসিমের বাসায় যান।
×