ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শহীদ সার্জেন্ট জহুরুল হক দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

শহীদ সার্জেন্ট জহুরুল হক দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রপথিক ও ঊনসত্তরের আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রতিযোগিতাটি আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি শিশু ও কিশোর দুই বিভাগে অনুষ্ঠিত হবে। চতুর্থ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা শিশু বিভাগ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কিশোর বিভাগের অন্তর্ভুক্ত হবে। শিশু বিভাগে অংশগ্রহণকারীরা যেমন খুশি ছবি আঁকবে, কিশোর বিভাগের জন্য ছবির বি স্বাধীনতা। অংশগ্রহণকারীদের নিজ নিজ ড্রয়িং বোর্ড ও রঙ নিয়ে আসতে হবে। ছবি আঁকার প্রয়োজনীয় কাগজ জাদুঘর কর্তৃপক্ষ সরবরাহ করবে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে হবে। ছবি আঁকার সময় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। উল্লেখিত দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সনদ ও উপহার থাকবে। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যককে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। Ñবিজ্ঞপ্তি
×