ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোরে ট্রাকে ফের চাঁদাবাজি

প্রকাশিত: ০৪:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে ট্রাকে ফের চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চুড়ামনকাঠিতে যানজট সৃষ্টি করে ট্রাকচালকদের জিম্মি করে আবারও চাঁদাবাজিতে নেমেছে একটি চক্র। তাদের কারণে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহতের পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ চাঁদাবাজদের টোলঘর ভাংচুরের পর অগ্নিসংযোগ করে। ওই সময় চাঁদাবাজরা পালিয়ে যায়। এ ঘটনার কয়েক দিন যেতে না যেতেই ওই চক্র আবারও সড়কে চাঁদাবাজি শুরু করেছে। যে কারণে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ছাতিয়ানতলা গ্রামের উজ্জ্বল ও চুড়ামনকাঠির বাদশার নেতৃত্বে একটি চক্র মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ট্রাক ও পিকআপ চালকদের জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তারা চুড়ামনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বিজয়নগর মোড়ে আস্তানা গেঁড়ে চাঁদাবাজি করছে। যে কারণে গুরুত্বপূর্ণ এ দুটি স্থানে প্রায় সময় যানজট লেগেই থাকে। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ ১৯ জানুয়ারি দুপুরে বিজয়নগর মোড়ে যানজটের কবলে পড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ ঘটনাস্থলেই নিহত হন। তার নাম ফিরোজ চৌধুরী। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় তারা টোল আদায়কারী চাঁদাবাজদের টোলঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নিয়ে যশোরের সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) ভাস্কর সাহা সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে তিনিও শুনেছেন। শীঘ্রই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেমন কর্ম তেমন ফল নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১ ফেব্রুয়ারি ॥ ‘যেমন কর্ম তেমন ফল’ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রিজসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরি করে কাটতে গিয়ে গাছচাপায় চোর আয়জদ্দিন বিশ্বাসের (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের টিয়াখালী খালের ওপর দফাদার ব্রিজসংলগ্ন পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সারি সারি আকাশমণি, মেহগনি ও বাবুল গাছের বাগান রয়েছে। রবিবার রাতে গাছ চোর আয়জদ্দিন বিশ্বাস তার স্ত্রী হাজেরা বেগম (৫০), ও ভাগ্নে কাওসার (১৩) বাগান থেকে করাত দিয়ে আকাশমণি গাছ কাটতে শুরু করে। কাটা অবস্থায় গাছটি আয়জদ্দিন বিশ্বাসের মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও ভাগ্নের চিৎকারে লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। আয়জদ্দিন বিশ্বাসের বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী কুলাইরচর গ্রামে।
×