ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় এক পরিবারের ৩ জনের মৃত্যু ॥ অন্যত্র হত তিন

কুমিল্লায় বাসচাপায় স্ত্রী-কন্যাসহ ডাক্তার নিহত

প্রকাশিত: ০৫:৩১, ২৭ জানুয়ারি ২০১৬

কুমিল্লায় বাসচাপায় স্ত্রী-কন্যাসহ ডাক্তার নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লার দাউদকান্দি, সিরাজগঞ্জের শাহজাদপুর, সিলেটের দক্ষিণ সুরমা, কিশোরগঞ্জের হোসেনপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চিকিৎসক, ছাত্র এবং শিশুসহ ১০ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার দিনেরবেলায় ঘন কুয়াশার কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা গেছে। এর মধ্যে দাউদকান্দিতে এক পরিবারের চারজন এবং শাহজাদপুরে পণ্যবাহী ট্রাকচাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছে। দাউদকান্দিতে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় মানসিক হাসপাতালের চিকিৎসক স্ত্রী-কন্যাসহ নিহত হয়েছেন। এ সময় তাদের গৃহপরিচারিকাও নিহত হন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। দাউদকান্দি, কুমিল্লা ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত এবং দু’জন আহত হয়েছে। নিহতরা হলেনÑ ডাক্তার ফজলুল বারী মিঠু (৪০), তার স্ত্রী আসমাউল হোসনা বনী (৩৪), তাদের মেয়ে ফাহমিদা ফাইজা স্নেহা (১১) এবং গৃহপরিচারিকা সীমা (২০)। সোমবার রাত পৌনে ২টায় উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়ায় ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১১-৪৪৭০) বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন এবং দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দু’জন নিহত হয়। নিহত ডাক্তার ফজলুল বারী মিঠু ঢাকা জাতীয় মানসিক হাসপাতালের সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার নারুলী গ্রামে এবং গৃহপরিচারিকা সীমা দিনাজপুর জেলার গোয়াঘাট উপজেলার বাঁশমুড়ি গ্রামের মহিউদ্দিনের মেয়ে। এ সড়ক দুর্ঘটনায় আহত নিহত ডাক্তারের মেয়ে ফাবিহা বুশরা ফাইজা (৮) এবং ছেলে আরিয়ান বারী পুন্যকে (৪) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ডাক্তারের বড় বোন আনসার-ভিডিপি ব্যাংকের পরিচালক সাবিনা ইয়াসমিন জানান, আমার ভাই তার পরিবারসহ কুমিল্লায় শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। চালকের আসনে আমার ভাই-ই ছিল। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, ঘন কুয়াশা আর প্রাইভেটকারটি ভুল রাস্তায় যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার ভোরে জেলার শাহজাদপুর পৌর এলাকায় পণ্যবাহী ট্রাকচাপায় পিতা-মাতা ও শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও দু’জন। নিহতরা হলোÑ জেলার শাহজাদপুর পৌর এলাকার নবকুমার ব্রিজের পাশের বস্তি এলাকার আবু বক্কার (৩৫), তার স্ত্রী আরোভি খাতুন (২৭) ও তাদের শিশুসন্তান সাব্বির (৫)। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে যশোর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরগামী গুড়বোঝাই একটি ট্রাক পৌর এলাকার শাহজাদপুর-দ্বারিয়াপুর আঞ্চলিক সড়কের নবকুমার দীপ এলাকায় পৌঁছে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঝুপড়িঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ঘরের মধ্যে থাকা আবু বক্কার, তার স্ত্রী আরোভি খাতুন ও তাদের শিশুসন্তান সাব্বির নিহত এবং অপর দু’জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট অফিস ॥ মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি অটোরিক্সাচালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। নিহতের নাম স্বপন আহমদ আলম (৩২)। সে শহরতলির টুলটিকর এলাকার বাসিন্দা। সে সুনামগঞ্জের তাহিরপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। ট্রাকটি (সিলেট-ড-১১০১৯৩) ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে সারের বস্তা নিয়ে শহরের দিকে আসার পথে পাঠানপাড়া এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে (সিলেট-থ-১২৪৬০৬) ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার চালক স্বপন আহমদ আলম ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় জনসাধারণ আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছে। কিশোরগঞ্জ ॥ জেলার হোসেনপুরে অটোরিক্সাচাপায় ফাহিম (৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় হাজী আফতাবউদ্দিন কিন্ডারগার্টেনের প্লে শ্রেণীর ছাত্র ও আলমগীর হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে হোসেনপুর উপজেলা গেটের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুলছাত্র ফাহিম দুপুরে উপজেলা কোয়ার্টার গেটের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে প্রথমে উপজেলা ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর, কুষ্টিয়া ॥ দৌলতপুরের আল্লারদর্গায় ট্রাকচাপায় কেরামত আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় রেনিস আলী (২৬) নামে এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো-উ-১১-০০৭৮) আল্লারদর্গা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী রেনিস আলীকে প্রথমে ট্রাকটি ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী কেরামত আলীকে ধাক্কা দেয়। এ সময় বৃদ্ধ কেরামত আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি নামক স্থানে মঙ্গলবার দুপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই এয়াকুব আলী নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা যায়। এ সময় অপর দুই যাত্রী আহত হয়। জানা গেছে, চট্টগ্রাম হাসপাতালে মৃত ভূমিষ্ঠ ভাগ্নের লাশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এয়াকুব আলী (৩০) এ্যাম্বুলেন্সযোগে (চট্ট মেট্রো-ছ-৭১-০০৯২) গফরগাঁও উপজেলার বাড়ি যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১১৮০) ধাক্কা দিলে এ্যাম্বুলেন্সটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এয়াকুব আলী মারা যায়। নিহত এয়াকুব আলী গফরগাঁও উপজেলার লক্ষ্মণপুর গ্রামের মোসলেম মাস্টারের পুত্র। আহতরা হলোÑ ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোজাম্মেল হক (২৫) ও চট্টগ্রাম জেলার খুলশি উপজেলার মৃত আহাম্মদ আলীর পুত্র ইন্তাজ আলী (২৫)। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কেউ থাকল না ॥ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, ইচ্ছা ছিল দেশের দুশ্চিন্তাগ্রস্ত অবসাদে ডুবে থাকা এবং কুসংস্কারের ছোবলে দংশিত মানুষদের পাশে দাঁড়াবেন। বগুড়া শহরতলির নারুলী এলাকার সদাহাস্য পরিচিত মুখের এই মনোচিকিৎসক ফজলুল বারী মিঠু অকালে চিরবিদায় নিলেন। এখনও বিলাপ করছেন স্বজনরা। এলাকার কয়েকজন বললেন, যারা অপচিকিৎসায় পানি পড়া টোটকা তাবিজ-কবজ পরত তাদের তিনি বুঝিয়ে চিকিৎসাসেবা দিয়ে সারিয়ে তুলতেন। যে কোন ধরনের মানসিক রোগীকে তার (ডাক্তারের) কাছে নিয়ে গেলে তিনি সাধ্যের মধ্যে সেবা দিয়ে সারিয়ে তুলতেন। বগুড়ার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুদ্দিনের এক ছেলে চার মেয়ের মধ্যে রেজাউল বারী (ডাকনাম মিঠু) বগুড়া মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচের ডাক্তার। মানসিক স্বাস্থ্যকেই তিনি চিকিৎসাসেবায় বেছে নেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক বহির্বিভাগে চিকিৎসাসেবা দেন। কিছুদিন আগে ডক্টর অব মেডিসিন (এমডি) ডিগ্রী নিতে ঢাকা শেরে বাংলা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কোর্স করছিলন। বগুড়ায় ফজিলা মেমোরিয়াল হেলথ হোম নামে সেবার প্রতিষ্ঠান গড়েন। শুক্র ও শনিবার দু’দিন এই হোমে রোগী দেখতেন। বগুড়ায় এই খবর পৌঁছার সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়ির কেয়ারটেকার আব্দুল ওয়ারেস জানালেন, পরিবার বাড়িতেই থাকত। বিয়ে উপলক্ষে সকলেই ঢাকায় যায়। বড় মেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী। একটি পরিবারের এমন মৃত্যুতে শোকাহত হয়েছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়ার সকল সদস্য এবং সহকর্মী চিকিৎসকগণ।
×