ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আইএস আখ্যা দিয়ে বাংলাদেশীকে মারধর

প্রকাশিত: ০৮:২০, ১৮ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রে আইএস আখ্যা দিয়ে বাংলাদেশীকে মারধর

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় হামলার শিকার হলেন এক বাংলাদেশী। ‘আইএস সদস্য’ আখ্যা দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত পার্কচেস্টার এলাকায় মারধরের শিকার মজিবর রহমান (৪৩) স্থানীয় একটি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান মজিবর নয় বছরের ভাগ্নিকে স্কুল থেকে আনার পথে ওয়াটসন এ্যাভিনিউ ও পুগসলে এ্যাভিনিউর মোড়ে হামলার শিকার হন। তিনি পুলিশকে বলেছেন, দুই যুবক তাকে আইএস সদস্য আখ্যা দিয়ে মুখে ও মাথায় কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে রাস্তায় পড়ে গেলে লাথি মারতে থাকে। গত নবেম্বরে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষের প্রাণহানির পর মাস না যেতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে এক তরুণ মুসলিম দম্পতি গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করে। এর পরপরই যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধের দাবি তোলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় আমেরিকান ও মুসলিম পরিচয় নিয়ে সঙ্কটে পড়ার কথা জানান অনেক পরিবার। এর মধ্যে রাস্তায় পায়জামা-পাঞ্জাবি পরা একজনকে দেখে জঙ্গী সন্দেহে তার ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক টাইমস ও ডেইলি নিউজসহ অনেক পত্রিকায় গুরুত্বের সঙ্গে হামলার সংবাদটি প্রকাশ করা হয়েছে।
×