ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইবোলা ভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা পুতিনের

প্রকাশিত: ০৫:২০, ১৫ জানুয়ারি ২০১৬

ইবোলা ভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা পুতিনের

জনকণ্ঠ ডেস্ক ॥ ভয়াবহ মরণব্যাধি ইবোলা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক ঘোষণায় এ তথ্য জানান। তবে এই টিকার নাম প্রকাশ করা হয়নি। আবার যিনি আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীর নামও প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। এই টিকা কোন ইবোলা আক্রান্ত রোগীর দেহে প্রয়োগ করে সুফল পাওয়া গেছে কিনা সে বিষয়টিও খবরে স্পষ্ট করা হয়নি। আবার এই টিকা কীভাবে কাজ করে তাও বলা হয়নি। খবর এএফপির। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে পুতিন বলেন, আমাদের কাছে ভাল সংবাদ রয়েছে। আমরা ইবোলা রোধে কার্যকরি একটি টিকার নিবন্ধন করেছি। তিনি বলেন, পরীক্ষার পর এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, এত দিন ইবোলা নিরাময়ে যেসব ওষুধ ব্যবহার করা হয়েছে সেগুলোর তুলনায় আমাদের এই টিকা অধিক কার্যকরি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে পশ্চিম আফ্রিকায় অন্তত ১১ হাজার লোক প্রাণ হারিয়েছে। এ বিষয়ে রুশ স্বাস্থ্যমন্ত্রী ভোরোনিকা স্কেভোরোৎসোভা প্রেসিডেন্ট পুতিনসহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে বলেন, রাশিয়া ইবোলা নিরাময়ে এমন একটি টিকা আবিষ্কার করেছে যা এখন পর্যন্ত অনন্যসাধারণ। বিশ্বে আজ পর্যন্ত এ ধরনের টিকা আবিষ্কৃত হয়নি। অবশ্য ২০১৪ সালের অক্টোবরে ভোরোনিকা স্কেভোরোৎসোভা এক ঘোষণায় বলেছিলেন, আমরা আগামী ৬ মাসের মধ্যে ইবোলার টিকা আবিষ্কার করতে যাচ্ছি।
×