ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চিশতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৬:২৫, ৮ জানুয়ারি ২০১৬

চিশতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ জানুয়ারি ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, দি ফারমার্স ব্যাংক লিঃ নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে কিছু পত্র-পত্রিকাসহ মহলবিশেষের ফের অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ করেছে রণাঙ্গনের সাথীরা। বুধবার সন্ধ্যায় শেরপুর সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে কমান্ড কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুল চিশতি। সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুদ, সাবেক জেলা ইউনিট কমান্ডার আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হিমু। সমাবেশে বাবুল চিশতি বলেন, তার বিরুদ্ধে যারা ‘যুদ্ধাপরাধী’ বলে অপপ্রচার চালাচ্ছে তারা স্বাধীনতাবিরোধী ও বিএনপি-জামায়াত জোট চক্রের দোসর। স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতির বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অনুষ্ঠিত সমাবেশে জেলা ইউনিটের কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম, হারুন অর রশীদ, সহকারী কমান্ডার জিয়া উদ্দিন আহমদ, কামাল পাশা, আব্দুল হাকিম, সাবেক জেলা কমান্ডার সেলিম সাজ্জাদ, সাবেক উপজেলা কমান্ডার সেলিম সরকারসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা। ৃকিশোরগঞ্জে ভটভটির চাপায় যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ জানুয়ারি ॥ কিশোরগঞ্জে শ্যালো মেশিনচালিত গাছ বোঝাই ভটভটি চাপায় আলম মিয়া (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার বাড়ি জেলার ভৈরব উপজেলায় বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সদরের বড়পুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়পুলে গিয়ে আলম মিয়া অটোরিক্সা থেকে নামছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাজীপুরে ডলারসহ প্রতারক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ জানুয়ারি ॥ জেলায় প্রতারক এক জিনের বাদশাহকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ইউএস ডলার ও প্রতারণার উদ্দেশ্যে ডলারের বান্ডেলে ব্যাবহারের জন্য বিশেষভাবে তৈরি কয়েকটি কাঠের টুকরো উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জিনের বাদশাহর নাম মোঃ শাহিন (৩২)। সে দিনাজপুর জেলার চিরির বন্দর থানার গোছাহার (নশরতপুর) গ্রামের মৃত শাহাজামালের ছেলে। চট্টগ্রামে ২২ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার শহীদ মিনার এলাকায় দুই ব্যক্তির ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে থানায় এসে এ অভিযোগ করেন পরিস্থিতির শিকার দুই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জানা যায়, গত বুধবার গভীর রাতে থানায় করা অভিযোগে ফরিদুল ইসলাম ও হাসান নামের দুই ব্যক্তি জানান, বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারির একটি দল তাদের মারধর করে ছিনিয়ে নিয়েছে ২২ লাখ টাকা। তবে এ অভিযোগ তারা করেন মৌখিকভাবে। ছিনতাইয়ের এ অভিযোগটিকেও রহস্যজনক হিসেবে দেখছে পুলিশ।
×