ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদার মামলার পরবর্তী কার্যক্রম ২১ ডিসেম্বর

প্রকাশিত: ০১:০৭, ১০ ডিসেম্বর ২০১৫

খালেদার মামলার পরবর্তী কার্যক্রম ২১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার॥ দুর্নীতি দমন কমিশনের(দুদক) দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী কার্যক্রম (সাক্ষ্যগ্রহণ ও জেরা) পরিচালনার জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশি বাজারস্থ আলীয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এ আদেশ দেন। এর আগে আদালতে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি আদালতকে খালেদা জিয়া অসুস্থ রয়েছেন বলে অবহিত করে তার পক্ষে হাজিরা দেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে আরো উপস্থিত ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ ও আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।পরে আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরার নির্দেশ দেন আদালত। এর আগে এ মামলার ২২তম সাক্ষী সোশ্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউদ্দিন, ২৩তম সাক্ষী ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার কামরুজ্জামান, ২৪তম সাক্ষী দুদকের কনস্টেবল মঞ্জুরুল হক ও ২৫তম সাক্ষী দুদকের আরেক কনস্টেবল সিরাজুল হককে জেরা করেন আসামীপক্ষের আইনজীবীরা।
×