ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জনস্বাস্থ্য সম্মাননা পেলেন ভেলেরি, হোসনে আরা

প্রকাশিত: ০১:০৮, ৮ ডিসেম্বর ২০১৫

জনস্বাস্থ্য সম্মাননা পেলেন ভেলেরি, হোসনে আরা

অনলাইন রিপোর্টার ॥ জনস্বাস্থ্যে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলেরি অ্যান টেইলর ও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। ভেলেরি টেইলর সম্মাননা পেয়েছেন ‘জনস্বাস্থ্য সেবায়’, আর হোসনে আরার সম্মাননা জনস্বাস্থ্য শিক্ষায়’। স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ফাউন্ডেশন প্রবর্তিত এই সম্মাননার ক্রেস্ট মঙ্গলবার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেন জাতীয় হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. আবদুল মালিক। সম্মাননা প্রাপ্ত এই দুই নারীর হাতে সম্মানান স্মারক তুলে দিতে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য ফাউন্ডেশন। জনস্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মুজাহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আইসিডিডিআরবি’র উপ-নির্বাহী পরিচালক ড. আব্বাস ভূঁইয়া, জনস্বাস্থ্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শারমীন ইয়াসমিন, ফেইথ বাংলাদেশের নিলুফার আহমেদ করিম বক্তব্য দেন। বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিআরপির প্রতিষ্ঠাতা ভেলেরি টেইলর জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। ১৯৭৯ সালে ছোটো পরিসরে শুরু হওয়া প্রতিষ্ঠানটির অধীনে ঢাকা ও ঢাকার বাইরে বর্তমানে ১০টি চিকিৎসা কেন্দ্র রয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসায় অগ্রণী এই নারীকে ১৯৯৮ সালে নাগরিকত্ব দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার। অন্যদিকে বগুড়ায় একদল ভিক্ষুক ও গৃহশ্রমিক নারীর হাতে ১৯৬৪ সালে শুরু হওয়া ঠেঙ্গামারা মহিলা সমিতিকে সারাদেশে ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন হোসনে আরা। ১৯৮০ সালে এর দায়িত্বগ্রহণের পর টিএমএসএস-কে এগিয়ে নিয়ে যান বর্তমানে প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের এই চেয়ারপার্সন। বর্তমানে টিএমএসএস’র শুধু সমিতিই রয়েছে এক লাখ ১২ হাজার, যার প্রতিটির সদস্য সংখ্যা ৩০ জন করে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে বেসরকারি এই সংস্থার।
×