ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারত গেলেন বিলুপ্ত ছিটমহলের ৬৭ বাসিন্দা

প্রকাশিত: ২৩:০০, ১৯ নভেম্বর ২০১৫

ভারত গেলেন বিলুপ্ত ছিটমহলের ৬৭ বাসিন্দা

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের বিলুপ্ত একটি ছিটমহল থেকে আজ ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত ছেড়েছেন ৬৭ জন বাসিন্দা। তারা সবাই লালমনিরহাটের বিলুপ্ত গোতামারি ছিটমহলের বাসিন্দা ছিলেন। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের চুক্তির পর যেসব বাসিন্দারা ভারতে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের মধ্য থেকে এই প্রথম কোনও দল ভারতে গেল। নিজেদের এতদিনের বসতভিটা ছেড়ে চলে যাওয়ার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বুড়িমারি সীমান্তে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামী ২২শে নভেম্বর পঞ্চগড়ের এবং ২৪শে নভেম্বর কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভারতে যাওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা
×