ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সৌদিতে মানবপাচার ॥ ৬৯ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

প্রকাশিত: ০২:২৫, ১৮ নভেম্বর ২০১৫

সৌদিতে মানবপাচার ॥ ৬৯ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওমরার নামে সৌদি আরবে মানবপাচারের দায়ে ৯৫টি হজ এজেন্সিকে শাস্তি দিয়েছে সরকার। এদের মধ্যে ৬৯টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। জামানত বাজেয়াপ্তসহ জরিমানাও করা হয়েছে এসব এজেন্সিকে। এছাড়া শুধু জরিমানা করা হয়েছে ২৬টি এজেন্সিকে। ধর্মমন্ত্রী মতিউর রহমান সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, ১০৪টি হজ এজেন্সির বিরুদ্ধে মানবপারের অভিযোগ উঠেছিল তাদের নয়টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি। তিনি বলেন, গত বছর বাংলাদেশ থেকে ওমরা করতে ১১ হাজার ৪৮৫ জন সৌদি আরব গিয়ে ফেরত আসেননি। সৌদি ওমরা কর্তৃপক্ষ আমাদেরকে বিষয়টি অবহিত করে। তারা জানায়, ওমরার নামে কিছু এজেন্সি মানবপাচারে জড়িত। এরপর সৌদি কর্তৃপক্ষ ওমরার জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখে। ধর্মমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের অভিযোগের পর ১০৪টি হজ এজেন্সির বিরুদ্ধে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত করা হয়। ওই কমিটি গত ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দিয়েছে। তিনি বলেন, প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ৯৫টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচারে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রয়োজনে জাতীয় হজ ও ওমরা নীতিমালা অনুযায়ী প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও এসময় জানান মন্ত্রী।
×