ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামায়াত-শিবির শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ অক্টোবর ২০১৫

জামায়াত-শিবির শীঘ্রই নিষিদ্ধ  হতে যাচ্ছে ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, অচিরেই নিষিদ্ধ হতে যাচ্ছে “জামায়াত-শিবিরের রাজনীতি।” এরা বাংলাদেশের স্বাধীনতাকে কোন দিন মনেপ্রাণে গ্রহণ করেনি। এত দিন এই দলটি বাংলাদেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করে এলেও বাংলাদেশের অস্তিত্বকে মানেনি অথচ এরা বাংলাদেশী পরিচয় বহন করার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত গায়নি। আগামী পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে ও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। আর এতেই জামায়াতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা সদরের বিভিন্ন গ্রামে সম্প্রতি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে সরকারী অনুদান বিতরণের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আর এ জন্য প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। যার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রীর দেশের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে সজাগ ও প্রতিহত করতে আহ্বান জানান । সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবু আসাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ। মন্ত্রী অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের প্রতিটিকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন। এর আগে সকালে ফুটঅফিস সড়কের নিজ বাসভবনে মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্র ও অসহায় ১৫ পরিবারকে একটি করে ঘর বিতরণ করেন।
×