ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে টোল হ্রাস ও হয়রানি বন্ধ দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৫:৫৪, ১০ অক্টোবর ২০১৫

বরিশালে টোল হ্রাস ও  হয়রানি বন্ধ দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল কমানো, সিটি টোলে হয়রানি বন্ধ ও অবিলম্বে মিনি ট্রাক টার্মিনাল নির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য একদিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় রবিবার থেকে বিভাগের ছয় জেলাসহ প্রতিটি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য মিনি ট্রাক ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন বিভাগীয় মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দফতর সম্পাদক মোঃ মজনু চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাদের উল্লেখিত তিন দফা দাবি শনিবারের মধ্যে বাস্তবায়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে রবিবার থেকে বিভাগের সকল মিনিট্রাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। তিনি আরও বলেন, গত ৫ অক্টোবর বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের মিনি ট্রাক শ্রমিকবৃন্দের পক্ষ থেকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোল বৃদ্ধি এবং সিটি টোলে হয়রানির প্রতিবাদে সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী এবং সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ সংগঠনের সহসভাপতি শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন শেখ, আবুল কালাম বাদশা, মোঃ আনিসুর রহমান প্রমুখ।
×