ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কষ্টের জীবন

প্রকাশিত: ০৫:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০১৫

কষ্টের জীবন

রাজধানীর ভাসমান ছিন্নমূল মানুষগুলো কষ্টের শেষ নেই। একেকজনের জীবন কাটে একেক কায়দায়। কেউ ফুটপাথে ঘুমায়, আবার কারও রাত কাটে কোন ভবন বা ব্রিজের নিচে। বক্ষমান ছবির এই মানুষগুলো পরিবারবদ্ধ হয়ে জীবন কাটাচ্ছে সদরঘাটের ব্রিজের পিলারের ঘেরের ওপর। তবে বছরের পুরোটা সময় নয়-এরা ৬ মাস থাকে পিলারের ঘেরে, আর বাদবাকি ৬ মাস কাটায় স্রেফ নৌকায়। ওই সময়টা বর্ষাকাল। কারণ বর্ষার পানিতে তখন পিলারের ঘের ডুবে গেলে ওরা আশ্রয়হীন হয়ে পড়ে। ছবিটি বৃহস্পতিবার সদরঘাট এলাকা থেকে ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×