ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

রোজার পূর্ব প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৬, ৩০ মে ২০১৬

রোজার পূর্ব প্রস্তুতি

রমজান আসন্ন। এটা মহিমান্বিত মাস, যাতে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। রমজানের বাকি মাত্র কয়েক দিন! জীবনের যে কোন বিষয়ে সফলতা আনতে চাইলে, অথবা কোন বিষয়ে লক্ষ্য নির্ধারণ করলে, তার প্রথম ধাপ হচ্ছে নিজের মন মানসিকতাকে স্থির করা এবং গোছানো হওয়া। পুরুষের ক্ষেত্রে একটু ভিন্ন, কিন্তু একজন নারী, বিশেষ করে যারা এখনও একাডেমিক পড়ালেখায় নিয়োজিত, তাদের পড়ালেখা, পরিবার পরিচালনা এবং সন্তানের দেখাশোনা সবগুলো কাজই করতে হয়। তাই তাদের জন্য এটা কোন সহজ কাজ নয়। রমজান নিয়ে সবারই কিছু না কিছু লক্ষ্য থাকে। পরিবারে আয় রোজগারের মানুষ সারা বছরই শ্রমিক। রমজানেও নিশ্চয়ই তাদের কাজ ছাড়ার ফুরসত থাকবে না। তাদের জন্য ভাল হয় রোজার আগেই বাড়তি কিছু রোজগার জমিয়ে রাখা, যাতে রোজার দিনগুলোতে বাড়তি চাপ না আসে। আমরা যারা চাকরি করি তারা এক রকম খসড়া তৈরি করতে হবে, যারা ছাত্র তারা অন্যভাবে নিতে হবে। এবং পরিকল্পনানুযায়ী কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। মায়েদের ক্ষেত্রে যখন বাচ্চারা ঘুমায়, খেলে, অথবা কিন্ডার গার্টেন, কিংবা স্কুলে ব্যস্ত থাকে সেই সময়টাকে প্রাধান্য দিতে হবে। আমরা যারা দেশের বাইরে থাকি, তাদের নিজেদের সব কাজ নিজেকেই করতে হয়। পুরুষরা বাইরের কাজে ব্যস্ত থাকে। তাই দেখা যায় সংসার পরিচালনার প্রত্যেকটি দিক নিজেকেই সামলাতে হয়। রমজানে এটা আসলেই কঠিন যে, সারাদিনের ক্লান্ত শরীরে কেনাকাটা করা। এটাতে রমজানের মূল্যবান সময়ের অপচয়ও হয়। তা ছাড়া হালাল শপগুলোতে প্রচুর ভিড় থাকে। তাই সারা মাস, অন্ততপক্ষে সারা সপ্তাহের খাবারের পরিকল্পনা এবং কেনাকাটা সেরে রাখা দরকার। রমজান সংযমের মাস। এমনিতেই প্রত্যেক গৃহিণীর উচিত সংসারের অযথা খরচ কমানো। যা দরকার নেই, তা বর্জন করা। চাহিদার কোন সীমা নেই। কিন্তু মানুষ তার প্রয়োজনের সীমাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই বিষয়ক একটি টিপস হচ্ছে, কম কম কেনাকাটায় বের হওয়া। গবেষণায় দেখা যায় ৬০ শতাংশ কেনাকাটা হয় তাৎক্ষণিক! রমজানে কাজের সময় কমাতে আমরা প্যাকেটজাত কাটা সবজি খেতে পারি। আসলে যতটা সময় বাচানো যায় সে চেষ্টা করা দরকার। ঈদ হলো মুমিনের খুশি। সাধ্যমতো এই খুশিতে সবাই সামিল হবে এটাই রাসূলের সুন্নাহ! রমজানের প্রস্তুতির সময় তথা রমজানের আগেই এর প্রস্তুতি নেয়া দরকার। বেশিরভাগ মানুষই প্রস্তুতি নেয় শেষ দিকে। অথচ শেষ দশ দিন অনেক গুরুত্বপূর্ণ। তাই ঈদের কেনাকাটা, উপহার সামগ্রী, সারা দিনের পরিকল্পনা সব আগে ভাগে করে রাখা ভাল। ছবি : আজিম এলাহী মডেল : সনি রহমান ও রিংকি
×