ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি আটক

প্রকাশিত: ১১:০২, ১৮ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি আটক

হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। 

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির জোহর বাহরু রাজ্যে তাদের আটক করা হয়। হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এই তথ্য জানান।

ইমিগ্রেশন পরিচালক জানান, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল ১৫ এপ্রিল সোমবার গভীর রাতে ১৫ টি হটস্পটে অভিযান চালায়। যেখানে বৈধ পাস বা পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছে। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

অভিযানে, ১১৫ বিদেশি নাগরিকের কাগজ পত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে যাদের বৈধ কাগজপত্র নেই, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)এর এবং অভিবাসন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) আইনের অধীনে ২৬ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশিয়ান নাগরিক। আটক হওয়াদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে।

তাসমিম

×