
ঘুড়ির সঙ্গে আকাশে উড়ছে যুবক।
আকাশে ঘুড়ি উড়ছে। আর সেই ঘুড়ির সুতো ধরে এবার উড়তে দেখা গেল এক যুবককে। চীনের তাংশান শহরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা ময়দানে পেল্লাই ঢাউস ঘুড়ি ওড়াচ্ছিলেন এক যুবক। ঘুড়ি ওড়াতে ওড়াতে দমকা হাওয়ার জোরে ওই যুবকও মাটি থেকে উপরে উঠতে শুরু করেন। মাটি থেকে প্রায় ১০০ ফুট উপরে উঠে ঘুড়ির সুতো ধরে ঝুলতে থাকেন তিনি। যে উচ্চতায় তিনি উঠেছিলেন, সেখান থেকে পড়লে মৃত্যু অবশ্যম্ভাবী। তবে পরে আবার নিজেই মাটিতে নেমে আসেন তিনি। ঠিক যেন গল্পের মতো। পরে অবশ্য জানা যায়, ওই যুবক ইচ্ছা করেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন।
জানা যায়, ওই যুবকের নাম টাও। তিনি একটি ঘুড়ির দোকানের মালিক। তার দোকানের ঘুড়ি এবং সুতো কতটা মজবুত, তা পরীক্ষা করার জন্যই নাকি তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। ভিডিওটি গত বছর প্রকাশ্যে এলেও সম্প্রতি আবার সেটি ভাইরাল হয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।
এম হাসান