ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দাবানল রোধে ছাগল

প্রকাশিত: ১২:২৫, ২২ মে ২০১৯

দাবানল রোধে ছাগল

কানাডা ও যুক্তরাষ্ট্রে দাবানল একটি বড় সমস্যা। দেশ দুটিকে এ কারণে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি গুনতে হয়। কোনভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না দেশ দুটি। তবে দাবানল রোধে যুক্তরাষ্ট্র এবার একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে। দেশটি একপাল ছাগলকে প্রশিক্ষণ দিয়ে দাবানল প্রবণ এলাকার জঙ্গলে ছেড়ে দিয়েছে। কারণ, গাছের পাতায় আগুন লেগে দাবানল ছড়িয়ে পড়ে। আর ছাগলগুলো গাছের পাতা বড় হওয়ার আগেই খেয়ে ফেলবে যাতে দাবানল না ছড়ায়। দাবানল ঠেকাতে ছাগল বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। টরোন্টো সান
×