ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লোকসভায় বিরোধীদের অনুপস্থিতিতে তিন তালাক বিল পাস

প্রকাশিত: ০৪:১৬, ২৯ ডিসেম্বর ২০১৮

  লোকসভায় বিরোধীদের  অনুপস্থিতিতে তিন তালাক বিল পাস

ভারতের লোকসভায় বিরোধীদের অনুপস্থিতিতেই সংশোধিত তিন তালাক বিল পাস হয়েছে। এখন থেকে স্ত্রীকে আর তাৎক্ষণিক তালাক দিতে পারবে না মুসলিম পুরুষরা। মুখে তিনবার তালাক বললেই বিবাহ বিচ্ছেদ হবে না। টাইমস নাউ। বৃহস্পতিবার সকালে লোকসভায় সংশোধিত বিলটি উত্থাপন করা হয়। ২৪৫ জন সংসদ সদস্য এর পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন। অবশ্য ভোটাভুটির আগেই কংগ্রেস এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) সংসদ সদস্যরা অধিবেশন ছেড়ে বেরিয়ে যান। এদিনও নিজেদের দাবিতেই অনড় ছিল কংগ্রেস এবং এআইএডিএমকে। তাদের পথে হাঁটেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দলও। তাই তাদের অনুপস্থিতিতেই পাস হয়ে যায় বিলটি। এদিন পাস হওয়া বিলে বিচ্ছেদের পর আগের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে অন্য এক পুরুষকে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে। বিলটির অপব্যবহার রুখতে বেশকিছু পরিবর্তনও আনা হয়েছে এতে। বলা হয়েছে, স্বামী তাৎক্ষণিক তালাক দিলে একমাত্র স্ত্রী এবং তার ঘনিষ্ঠ আত্মীয় থানায় অভিযোগ করতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যে মিটমাট বা মীমাংসা হয়ে গেলে অভিযোগ তুলে নেয়া যাবে।
×