ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঝড়ে কানাডার কয়েক দ্বীপ লন্ডভন্ড

প্রকাশিত: ০৪:০৩, ১ ডিসেম্বর ২০১৮

 ঝড়ে কানাডার কয়েক দ্বীপ লন্ডভন্ড

প্রচন্ড ঝড়ের কারণে কানাডার গালফ অব সেন্ট লরেন্সের দ্বীপগুলোর সঙ্গে প্রায় সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বৃহস্পতিবার দেশটির কুইবেক প্রদেশ কর্তৃপক্ষ জনগণকে সহায়তা করার জন্য সেনাবাহিনী তলব করেছে। খবর এএফপির। কুইবেক জরুরী বিভাগ জানায়, ইলেস-ডি-লা- মেডিলাইন দ্বীপের সঙ্গে যোগাযোগের দু’টি ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্বীপটির ১৩ হাজার বাসিন্দার সঙ্গে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম স্যাটেলাইট টেলিফোন। সেখানে মারাত্মক বিদ্যুত বিপর্যয়ের এবং স্থানীয় বিমানবন্দরের টাওয়ার ভেঙ্গে পড়ার প্রেক্ষিতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই সেনাবাহিনী সেখানে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।
×