ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব

প্রকাশিত: ০৬:০৪, ১২ নভেম্বর ২০১৮

 কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব

কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ভাইরাসে ২০১ জন মারা গেছে বলে তাদের কাছে তথ্য আছে। আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত ২৯১ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অর্ধেক নর্থ কিভু অঞ্চলের বেনি শহরে। শহরটিতে ৮ লাখ লোকের বাস। স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলুঙ্গা বলেন, এই রোগ প্রতিরোধকারী দলের সদস্যদের শারীরিকভাবে হামলা, তাদের সরঞ্জামাদি ধ্বংস ও অপহরণ করা হয় –এএফপি
×