ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চীনে স্কুলে ছুরি হামলায় ১৪ শিশু আহত

প্রকাশিত: ০৪:০২, ২৭ অক্টোবর ২০১৮

চীনে স্কুলে ছুরি  হামলায় ১৪  শিশু আহত

চীনের দক্ষিণ-পশ্চিমের নগরী চংকিংয়ে একটি কিন্ডারগার্টেনে এক নারীর ছুরিকাঘাতে অন্তত ১৪টি শিশু আহত হয়েছে। বানান জেলার ওই স্কুলে শুক্রবার সকালে এ হামলা হয়। ওই সময় শিশুরা মাঠে খেলছিল। খবর বিবিসির। ঘটনাস্থল থেকে পুলিশ লিউ নামে ৩৯ বছরের এক নারীকে গ্রেফতার করেছে। ওই নারী রান্নাঘরের কাজে ব্যবহৃত ছুরি নিয়ে শিশুগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। শুতে হামলায় দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পুলিশ তা নাকচ করে দিয়ে জনগণকে ‘গুজবে কান না দেওয়ার’ অনুরোধ করেছে। হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ। তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে সরকারের প্রতি ক্ষোভ এ হামলার কারণ বলে ধারণা প্রকাশ করেছে। সম্প্রতি চীনে স্কুলগুলোতে ছুরি হাতে হামলার পরপর কয়েকটি ঘটনা ঘটেছে। গত এপ্রিলে চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশের ‘মিজহি কাউন্টি নাম্বার থ্রি’ সেকেন্ডারি স্কুলের বাইরে ছুরি হামলায় অন্তত ৭ শিক্ষার্থী নিহত এবং ১২ জন আহত হয়।
×