ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের বাঁচা মরার লড়াই

প্রকাশিত: ০৪:৩৭, ১২ মে ২০১৮

কংগ্রেসের বাঁচা  মরার লড়াই

ভারতের বর্তমান বিরোধী দল কংগ্রেস ভারত স্বাধীন হওয়ার পর থেকে সাত দশক ধরে ভারতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। সেই কংগ্রেস এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শেষবারের মতো নিজেদের প্রধান দুর্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খবর এএফপির। দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটকের জনসংখ্যা ছয় কোটি এবং রাজ্যটির রাজধানী ব্যাঙ্গালুরু সমৃদ্ধশালী বৈশ্বিক আইটি হাব হিসেবে প্রসিদ্ধ। ২২৪ সদস্যবিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস সামান্য এগিয়ে। শনিবার ভোটগ্রহণ শেষে সব লক্ষণ স্পষ্ট হবে। মঙ্গলবার ফল ঘোষণা করা হবে।
×