ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বিমান হামলায় ১২ জঙ্গী হতাহত

প্রকাশিত: ০৩:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮

আফগানিস্তানে বিমান হামলায় ১২ জঙ্গী হতাহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তাখার প্রদেশে সোমবার রাতে একের পর এক বিমান হামলায় ১২ জঙ্গী নিহত ও অপর ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার এক সেনা কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার। ওই অঞ্চলের সেনাবাহিনীর ডিভিশন ২০ পামির প্রেস কর্মকর্তা গুলাম হজরত কারিমি বলেন, আফগান বিমানবাহিনী সোমবার রাতে তাখার প্রদেশের ইয়াঙ্গি কালা জেলার তালেবান ঘাঁটিতে অভিযান চালিয়েছে। এতে ১২ জঙ্গী নিহত ও অপর ৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবান জঙ্গীদের বিভাগীয় কমান্ডাররাও ছিল। ইহুদী রাবাই হত্যা ॥ সন্দেহভাজন গুলিতে নিহত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আহমেদ জাররার নামে এক ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মাসে পশ্চিম তীরে ইহুদী বসতির কাছে একজন রাব্বিকে (ইহুদী ধর্মগুরু) হত্যার দায়ে ইসরাইল তাকে খুঁজছিল। মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেত একথা জানিয়েছে। খবর এএফপির। সংস্থাটি জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর ইয়ামাউনে জাররারকে হত্যা করা হয়। তিনি সেখানে লুকিয়ে ছিলেন। সংস্থাটি তাকে ৯ জানুয়ারি রাব্বি রাজিয়েল শেভাহ্ হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে উল্লেখ করে। তাইওয়ানের সামরিক কপ্টার সাগরে বিধ্বস্ত ॥ নিখোঁজ ৬ তাইওয়ানের একটি সামরিক হেলিকপ্টার সোমবার রাতে সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের ছয় আরোহী নিখোঁজ হয়েছে। -এএফপি
×